শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[34:1]
সমস্ত
প্রশংসা আল্লাহর, যিনি নভোমন্ডলে
যা আছে এবং ভূমন্ডলে
যা আছে সব কিছুর
মালিক এবং তাঁরই
প্রশংসা পরকালে। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
[34:2]
তিনি
জানেন যা ভূগর্ভে
প্রবেশ করে, যা সেখান
থেকে নির্গত হয়, যা আকাশ
থেকে বর্ষিত হয়
এবং যা আকাশে উত্থিত
হয়।
তিনি
পরম দয়ালু ক্ষমাশীল।
[34:3]
কাফেররা
বলে আমাদের উপর
কেয়ামত আসবে না। বলুন কেন আসবে না? আমার পালনকর্তার
শপথ-অবশ্যই আসবে। তিনি অদৃশ্য
সম্পর্কে জ্ঞাত। নভোমন্ডলে
ও ভূ-মন্ডলে তাঁর
আগোচরে নয় অণু
পরিমাণ কিছু, না তদপেক্ষা
ক্ষুদ্র এবং না
বৃহৎ-সমস্তই আছে
সুস্পষ্ট কিতাবে।
[34:4]
তিনি
পরিণামে যারা মুমিন
ও সৎকর্ম পরায়ণ, তাদেরকে প্রতিদান
দেবেন। তাদের জন্য
রয়েছে ক্ষমা ও
সম্মান জনক রিযিক।
[34:5]
আর যারা
আমার আয়াত সমূহকে
ব্যর্থ করার জন্য
উঠে পড়ে লেগে যায়, তাদের
জন্যে রয়েছে যন্ত্রনাদায়ক
শাস্তি।
[34:6]
যারা
জ্ঞানপ্রাপ্ত, তারা আপনার
পালনকর্তার নিকট
থেকে অবর্তীর্ণ
কোরআনকে সত্য
জ্ঞান করে এবং
এটা মানুষকে পরাক্রমশালী, প্রশংসার্হ আল্লাহর
পথ প্রদর্শন করে।
[34:7]
কাফেররা
বলে, আমরা কি
তোমাদেরকে এমন
ব্যক্তির সন্ধান দেব, যে তোমাদেরকে
খবর দেয় যে; তোমরা
সম্পুর্ণ ছিন্ন-বিচ্ছিন্ন
হয়ে গেলেও তোমরা
নতুন সৃজিত হবে।