[34:8]
সে আল্লাহ
সম্পর্কে মিথ্যা
বলে, না হয়
সে উম্মাদ এবং যারা পরকালে
অবিশ্বাসী, তারা আযাবে
ও ঘোর পথভ্রষ্টতায়
পতিত আছে।
[34:9]
তারা
কি তাদের সামনের
ও পশ্চাতের আকাশ
ও পৃথিবীর প্রতিলক্ষ্য
করে না? আমি ইচ্ছা করলে
তাদের সহ ভূমি
ধসিয়ে দেব অথবা
আকাশের কোন খন্ড তাদের
উপর পতিত করব। আল্লাহ
অভিমুখী প্রত্যেক
বান্দার জন্য এতে
অবশ্যই নিদর্শন
রয়েছে।
[34:10]
আমি দাউদের
প্রতি অনুগ্রহ
করেছিলাম এই আদেশ
মর্মে যে, হে পর্বতমালা, তোমরা
দাউদের সাথে আমার
পবিত্রতা ঘোষণা
কর এবং হে পক্ষী
সকল, তোমরাও। আমি তাঁর
জন্য লৌহকে নরম
করে ছিলাম।
[34:11]
এবং তাকে
আমি বলে ছিলাম, প্রশস্ত
বর্ম তৈরী কর, কড়াসমূহ
যথাযথভাবে সংযুক্ত
কর এবং সৎকর্ম
সম্পাদন কর। তোমরা
যা কিছু কর, আমি তা দেখি।
[34:12]
আর আমি
সোলায়মানের অধীন
করেছিলাম বায়ুকে, যা সকালে এক মাসের
পথ এবং বিকালে
এক মাসের পথ অতিক্রম
করত। আমি
তার জন্যে গলিত
তামার এক ঝরণা প্রবাহিত
করেছিলাম। কতক জিন
তার সামনে কাজ
করত তার পালনকর্তার
আদেশে। তাদের যে কেউ
আমার আদেশ অমান্য
করবে, আমি
জ্বলন্ত অগ্নির-শাস্তি
আস্বাদন করাব।
[34:13]
তারা
সোলায়মানের ইচ্ছানুযায়ী
দুর্গ, ভাস্কর্য, হাউযসদৃশ
বৃহদাকার পাত্র
এবং চুল্লির উপর
স্থাপিত বিশাল
ডেগ নির্মাণ করত। হে দাউদ পরিবার!
কৃতজ্ঞতা সহকারে
তোমরা কাজ করে
যাও। আমার
বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই
কৃতজ্ঞ।
[34:14]
যখন আমি
সোলায়মানের মৃত্যু
ঘটালাম, তখন ঘুণ পোকাই জিনদেরকে
তাঁর মৃত্যু সম্পর্কে
অবহিত করল। সোলায়মানের
লাঠি খেয়ে যাচ্ছিল। যখন তিনি মাটিতে
পড়ে গেলেন, তখন জিনেরা
বুঝতে পারল যে, অদৃশ্য
বিষয়ের জ্ঞান থাকলে তারা এই
লাঞ্ছনাপূর্ণ
শাস্তিতে আবদ্ধ
থাকতো না।