[34:40]

যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন এবং ফেরেশতাদেরকে বলবেন, এরা কি তোমাদেরই পূজা করত?

[34:41]

ফেরেশতারা বলবে, আপনি পবিত্র, আমরা আপনার পক্ষে, তাদের পক্ষে নই, বরং তারা জিনদের পূজা করততাদের অধিকাংশই শয়তানে বিশ্বাসী

[34:42]

অতএব আজকের দিনে তোমরা একে অপরের কোন উপকার ও অপকার করার অধিকারী হবে না আর আমি জালেমদেরকে বলব, তোমরা আগুনের যে শাস্তিকে মিথ্যা বলতে তা আস্বাদন কর

[34:43]

যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, তখন তারা বলে, তোমাদের বাপ-দাদারা যার এবাদত করত এ লোকটি যে তা থেকে তোমাদেরকে বাধা দিতে চায়তারা আরও বলে, এটা মনগড়া মিথ্যা বৈ নয়আর কাফেরদের কাছে যখন সত্য আগমন করে, তখন তারা বলে, এতো এক সুস্পষ্ট যাদু

[34:44]

আমি তাদেরকে কোন কিতাব দেইনি, যা তারা অধ্যয়ন করবে এবং আপনার পূর্বে তাদের কাছে কোন সতর্ককারী প্রেরণ করিনি

[34:45]

তাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছেআমি তাদেরকে যা দিয়েছিলাম, এরা তার এক দশমাংশও পায়নিএরপরও তারা আমার রাসূলগনকে মিথ্যা বলেছেঅতএব কেমন হয়েছে আমার শাস্তি

[34:46]

বলুন, আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছিঃ তোমরা আল্লাহর নামে এক একজন করে ও দু, দু জন করে দাঁড়াও, অতঃপর চিন্তা-ভাবনা কর-তোমাদের সঙ্গীর মধ্যে কোন উম্মাদনা নেইতিনি তো আসন্ন কাঠোর শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেন মাত্র

[34:47]

বলুন, আমি তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না বরং তা তোমরাই রাখআমার পুরস্কার তো আল্লাহর কাছে রয়েছেপ্রত্যেক বস্তুই তাঁর সামনে

[34:48]

বলুন, আমার পালনকর্তা সত্য দ্বীন অবতরণ করেছেনতিনি আলেমুল গায়ব