[35:12]
দু’টি সমুদ্র
সমান হয় না-একটি
মিঠা ও তৃষ্ণানিবারক এবং অপরটি
লোনা। ঊভয়টি থেকেই
তোমরা তাজা গোশত
(মৎস) আহার কর এবং
পরিধানে ব্যবহার্য
গয়নাগাটি আহরণ
কর।
তুমি
তাতে তার বুক চিরে
জাহাজ চলতে দেখ, যাতে তোমরা
তার অনুগ্রহ অন্বেষণ
কর এবং যাতে তোমরা
কৃতজ্ঞতা প্রকাশ
কর।
[35:13]
তিনি
রাত্রিকে দিবসে
প্রবিষ্ট করেন
এবং দিবসকে রাত্রিতে
প্রবিষ্ট করেন। তিনি সূর্য
ও চন্দ্রকে কাজে
নিয়োজিত করেছেন। প্রত্যেকটি
আবর্তন করে এক
নির্দিষ্ট মেয়াদ
পর্যন্ত। ইনি আল্লাহ; তোমাদের পালনকর্তা, সাম্রাজ্য
তাঁরই। তাঁর পরিবর্তে
তোমরা যাদেরকে
ডাক, তারা তুচ্ছ খেজুর
আঁটিরও অধিকারী
নয়।
[35:14]
তোমরা
তাদেরকে ডাকলে
তারা তোমাদের
সে ডাক শুনে না। শুনলেও
তোমাদের ডাকে
সাড়া দেয় না। কেয়ামতের
দিন তারা তোমাদের
শেরক অস্বীকার করবে। বস্তুতঃ
আল্লাহর ন্যায়
তোমাকে কেউ অবহিত
করতে পারবে না।
[35:15]
হে মানুষ, তোমরা
আল্লাহর গলগ্রহ। আর আল্লাহ; তিনি অভাবমুক্ত, প্রশংসিত।
[35:16]
তিনি
ইচ্ছা করলে তোমাদেরকে
বিলুপ্ত করে এক
নতুন সৃষ্টির উদ্ভব
করবেন।
[35:17]
এটা আল্লাহর
পক্ষে কঠিন নয়।
[35:18]
কেউ অপরের
বোঝা বহন করবে
না।
কেউ যদি
তার গুরুতর ভার বহন করতে
অন্যকে আহবান করে
কেউ তা বহন করবে
না-যদি সে নিকটবর্তী
আত্নীয়ও হয়। আপনি কেবল
তাদেরকে সতর্ক
করেন, যারা
তাদের পালনকর্তাকে
না দেখেও ভয় করে
এবং নামায কায়েম
করে। যে
কেউ নিজের সংশোধন
করে, সে সংশোধন
করে, স্বীয়
কল্যাণের জন্যেই
আল্লাহর নিকটই
সকলের প্রত্যাবর্তন।