[35:31]
আমি আপনার
প্রতি যে কিতাব
প্রত্যাদেশ করেছি, তা সত্য-পূর্ববর্তী
কিতাবের সত্যায়ন
কারী নিশ্চয় আল্লাহ
তাঁর বান্দাদের
ব্যাপারে সব জানেন, দেখেন।
[35:32]
অতঃপর
আমি কিতাবের অধিকারী
করেছি তাদেরকে
যাদেরকে আমি আমার বান্দাদের
মধ্য থেকে মনোনীত
করেছি। তাদের কেউ
কেউ নিজের প্রতি
অত্যাচারী, কেউ মধ্যপন্থা
অবলম্বনকারী এবং
তাদের মধ্যে কেউ
কেউ আল্লাহর নির্দেশক্রমে কল্যাণের
পথে এগিয়ে গেছে। এটাই মহা
অনুগ্রহ।
[35:33]
তারা
প্রবেশ করবে বসবাসের
জান্নাতে। তথায় তারা স্বর্ণনির্মিত, মোতি
খচিত কংকন দ্বারা
অলংকৃত হবে। সেখানে
তাদের পোশাক হবে রেশমের।
[35:34]
আর তারা
বলবে-সমস্ত প্রশংসা
আল্লাহর, যিনি আমাদের দূঃখ দূর
করেছেন। নিশ্চয়
আমাদের পালনকর্তা
ক্ষমাশীল, গুণগ্রাহী।
[35:35]
যিনি
স্বীয় অনুগ্রহে
আমাদেরকে বসবাসের
গৃহে স্থান দিয়েছেন, তথায় কষ্ট
আমাদেরকে স্পর্শ
করে না এবং স্পর্শ
করে না ক্লান্তি।
[35:36]
আর যারা
কাফের হয়েছে, তাদের
জন্যে রয়েছে জাহান্নামের আগুন। তাদেরকে
মৃত্যুর আদেশও
দেয়া হবে না যে, তারা মরে
যাবে এবং তাদের
থেকে তার শাস্তিও
লাঘব করা হবে না। আমি প্রত্যেক
অকৃতজ্ঞকে এভাবেই
শাস্তি দিয়ে থাকি।
[35:37]
সেখানে
তারা আর্ত চিৎকার
করে বলবে, হে আমাদের পালনকর্তা, বের করুন
আমাদেরকে, আমরা সৎকাজ
করব, পূর্বে
যা করতাম, তা করব
না। (আল্লাহ
বলবেন) আমি কি তোমাদেরকে
এতটা বয়স দেইনি, যাতে যা
চিন্তা করার বিষয় চিন্তা
করতে পারতে? উপরন্তু
তোমাদের কাছে
সতর্ককারীও আগমন
করেছিল। অতএব আস্বাদন কর। জালেমদের
জন্যে কোন সাহায্যকারী
নেই।
[35:38]
আল্লাহ
আসমান ও যমীনের
অদৃশ্য বিষয় সম্পর্কে
জ্ঞাত। তিনি অন্তরের
বিষয় সম্পর্কেও
সবিশেষ অবহিত।