[35:39]

তিনিই তোমাদেরকে পৃথিবীতে স্বীয় প্রতিনিধি করেছেন অতএব যে কুফরী করবে তার কুফরী তার উপরই বর্তাবেকাফেরদের কুফর কেবল তাদের পালনকর্তার ক্রোধই বৃদ্ধি করে এবং কাফেরদের কুফর কেবল তাদের ক্ষতিই বৃদ্ধি করে

[35:40]

বলুন, তোমরা কি তোমাদের সে শরীকদের কথা ভেবে দেখেছ, যাদেরকে আল্লাহর পরিবর্তে তোমরা ডাক? তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করে থাকলে আমাকে দেখাওনা আসমান সৃষ্টিতে তাদের কোন অংশ আছে, না আমি তাদেরকে কোন কিতাব দিয়েছি যে, তারা তার দলীলের উপর কায়েম রয়েছে, বরং জালেমরা একে অপরকে কেবল প্রতারণামূলক ওয়াদা দিয়ে থাকে

[35:41]

নিশ্চয় আল্লাহ আসমান ও যমীনকে স্থির রাখেন, যাতে টলে না যায়যদি এগুলো টলে যায় তবে তিনি ব্যতীত কে এগুলোকে স্থির রাখবে? তিনি সহনশীল, ক্ষমাশীল

[35:42]

তারা জোর শপথ করে বলত, তাদের কাছে কোন সতর্ককারী আগমন করলে তারা অন্য যে কোন সম্প্রদায় অপেক্ষা অধিকতর সৎপথে চলবেঅতঃপর যখন তাদের কাছে সতর্ককারী আগমন করল, তখন তাদের ঘৃণাই কেবল বেড়ে গেল

[35:43]

পৃথিবীতে ঔদ্ধত্যের কারণে এবং কুচক্রের কারণেকুচক্র কুচক্রীদেরকেই ঘিরে ধরেতারা কেবল পূর্ববর্তীদের দশারই অপেক্ষা করছেঅতএব আপনি আল্লাহর বিধানে পরিবর্তন পাবেন না এবং আল্লাহর রীতি-নীতিতে কোন রকম বিচ্যুতিও পাবেন না

[35:44]

তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে দেখত তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছেঅথচ তারা তাদের অপেক্ষা অধিকতর শক্তিশালী ছিল আকাশ ও পৃথিবীতে কোন কিছুই আল্লাহকে অপারগ করতে পারে নানিশ্চয় তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান