[2:260]
আর স্মরণ
কর, যখন ইব্রাহীম
বলল, হে আমার
পালনকর্তা আমাকে
দেখাও, কেমন করে তুমি
মৃতকে জীবিত করবে। বললেন; তুমি কি
বিশ্বাস কর না? বলল, অবশ্যই
বিশ্বাস করি, কিন্তু
দেখতে এজন্যে চাইছি
যাতে অন্তরে প্রশান্তি
লাভ করতে পারি। বললেন, তাহলে
চারটি পাখী ধরে
নাও। পরে
সেগুলোকে নিজের
পোষ মানিয়ে নাও, অতঃপর
সেগুলোর দেহের
একেকটি অংশ বিভিন্ন
পাহাড়ের উপর রেখে
দাও। তারপর সেগুলোকে
ডাক; তোমার
নিকট দৌড়ে চলে
আসবে। আর জেনে রাখো, নিশ্চয়ই
আল্লাহ পরাক্রমশালী, অতি জ্ঞান
সম্পন্ন।
[2:261]
যারা
আল্লাহর রাস্তায়
স্বীয় ধন সম্পদ
ব্যয় করে, তাদের উদাহরণ
একটি বীজের মত, যা থেকে
সাতটি শীষ জন্মায়। প্রত্যেকটি
শীষে একশ করে দানা থাকে। আল্লাহ
অতি দানশীল, সর্বজ্ঞ।
[2:262]
যারা
স্বীয় ধন সম্পদ
আল্লাহর রাস্তায়
ব্যয় করে, এরপর ব্যয় করার
পর সে অনুগ্রহের
কথা প্রকাশ করে
না এবং কষ্টও দেয়
না, তাদেরই
জন্যে তাদের পালনকর্তার
কাছে রয়েছে পুরস্কার
এবং তাদের কোন
আশংকা নেই, তারা চিন্তিতও হবে না।
[2:263]
নম্র
কথা বলে দেয়া এবং
ক্ষমা প্রদর্শন
করা ঐ দান খয়রাত
অপেক্ষা উত্তম, যার পরে
কষ্ট দেয়া হয়। আল্লাহ
তা’আলা সম্পদশালী, সহিঞ্চু।
[2:264]
হে ঈমানদারগণ!তোমরা
অনুগ্রহের কথা
প্রকাশ করে এবং কষ্ট দিয়ে
নিজেদের দান খয়রাত
বরবাদ করো না
সে ব্যক্তির মত
যে নিজের ধন-সম্পদ লোক দেখানোর
উদ্দেশ্যে ব্যয়
করে এবং আল্লাহ
ও পরকালের প্রতি
বিশ্বাস রাখে না। অতএব, এ ব্যাক্তির
দৃষ্টান্ত একটি
মসৃণ পাথরের মত
যার উপর কিছু মাটি
পড়েছিল। অতঃপর
এর উপর প্রবল বৃষ্টি
বর্ষিত হলো, অনন্তর
তাকে সম্পূর্ণ
পরিষ্কার করে দিল। তারা ঐ
বস্তুর কোন সওয়াব
পায় না, যা তারা উপার্জন
করেছে। আল্লাহ কাফের সম্প্রদায়কে
পথ প্রদর্শন করেন
না।