[36:13]

আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন, যখন সেখানে রসূল আগমন করেছিলেন

[36:14]

আমি তাদের নিকট দুজন রসূল প্রেরণ করেছিলাম, অতঃপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলতখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমেতারা সবাই বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি

[36:15]

তারা বলল, তোমরা তো আমাদের মতই মানুষ, রহমান আল্লাহ কিছুই নাযিল করেননিতোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ

[36:16]

রাসূলগণ বলল, আমাদের পরওয়ারদেগার জানেন, আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি

[36:17]

পরিস্কারভাবে আল্লাহর বাণী পৌছে দেয়াই আমাদের দায়িত্ব

[36:18]

তারা বলল, আমরা তোমাদেরকে অশুভ-অকল্যাণকর দেখছিযদি তোমরা বিরত না হও, তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রনাদায়ক শাস্তি স্পর্শ করবে

[36:19]

রসূলগণ বলল, তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই! এটা কি এজন্যে যে, আমরা তোমাদেরকে সদুপদেশ দিয়েছি? বস্তুতঃ তোমরা সীমা লংঘনকারী সম্প্রদায় বৈ নও

[36:20]

অতঃপর শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলসে বলল, হে আমার সম্প্রদায় তোমরা রসূলগণের অনুসরণ কর

[36:21]

অনুসরণ কর তাদের, যারা তোমাদের কাছে কোন বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত

[36:22]

আমার কি হল যে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, আমি তাঁর এবাদত করব না?

[36:23]

আমি কি তাঁর পরিবর্তে অন্যান্যদেরকে উপাস্যরূপে গ্রহণ করব? করুণাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনই কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না

[36:24]

এরূপ করলে আমি প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হব

[36:25]

আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলামঅতএব আমার কাছ থেকে শুনে নাও

[36:26]

তাকে বলা হল, জান্নাতে প্রবেশ করসে বলল হায়, আমার সম্প্রদায় যদি কোন ক্রমে জানতে পারত-

[36:27]

যে আমার পরওয়ারদেগার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন