[36:28]
তারপর
আমি তার সম্প্রদায়ের
উপর আকাশ থেকে
কোন বাহিনী অবতীর্ণ
করিনি এবং আমি
(বাহিনী) অবতরণকারীও
না।
[36:29]
বস্তুতঃ
এ ছিল এক মহানাদ। অতঃপর
সঙ্গে সঙ্গে সবাই স্তদ্ধ
হয়ে গেল।
[36:30]
বান্দাদের
জন্যে আক্ষেপ যে, তাদের
কাছে এমন কোন রসূলই
আগমন করেনি যাদের
প্রতি তারা বিদ্রুপ
করে না।
[36:31]
তারা
কি প্রত্যক্ষ করে
না, তাদের
পূর্বে আমি কত সম্প্রদায়কে
ধ্বংস করেছি যে, তারা তাদের
মধ্যে আর ফিরে
আসবে না।
[36:32]
ওদের
সবাইকে সমবেত অবস্থায়
আমার দরবারে উপস্থিত
হতেই হবে।
[36:33]
তাদের
জন্যে একটি নিদর্শন
মৃত পৃথিবী। আমি একে সঞ্জীবিত
করি এবং তা থেকে
উৎপন্ন করি
শস্য, তারা
তা থেকে ভক্ষণ
করে।
[36:34]
আমি তাতে
সৃষ্টি করি খেজুর
ও আঙ্গুরের বাগান
এবং প্রবাহিত করি
তাতে নির্ঝরিণী।
[36:35]
যাতে
তারা তার ফল খায়। তাদের
হাত একে সৃষ্টি
করে না। অতঃপর তারা
কৃতজ্ঞতা প্রকাশ
করে না কেন?
[36:36]
পবিত্র
তিনি যিনি যমীন
থেকে উৎপন্ন উদ্ভিদকে, তাদেরই মানুষকে
এবং যা তারা জানে
না, তার প্রত্যেককে
জোড়া জোড়া করে
সৃষ্টি করেছেন।
[36:37]
তাদের
জন্যে এক নিদর্শন
রাত্রি, আমি তা থেকে দিনকে অপসারিত
করি, তখনই তারা
অন্ধকারে থেকে
যায়।
[36:38]
সূর্য
তার নির্দিষ্ট
অবস্থানে আবর্তন
করে। এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ, আল্লাহর
নিয়ন্ত্রণ।
[36:39]
চন্দ্রের
জন্যে আমি বিভিন্ন
মনযিল নির্ধারিত
করেছি। অবশেষে সে
পুরাতন খর্জুর
শাখার অনুরূপ হয়ে
যায়।
[36:40]
সূর্য
নাগাল পেতে পারে
না চন্দ্রের এবং
রাত্রি অগ্রে চলে না
দিনের প্রত্যেকেই
আপন আপন কক্ষপথে
সন্তরণ করে।