[36:71]
তারা
কি দেখে না, তাদের
জন্যে আমি আমার
নিজ হাতের তৈরী বস্তুর
দ্বারা চতুস্পদ
জন্তু সৃষ্টি করেছি, অতঃপর
তারাই এগুলোর
মালিক।
[36:72]
আমি এগুলোকে
তাদের হাতে অসহায়
করে দিয়েছি। ফলে এদের কতক তাদের
বাহন এবং কতক তারা
ভক্ষণ করে।
[36:73]
তাদের
জন্যে চতুস্পদ
জন্তুর মধ্যে অনেক
উপকারিতা ও পানীয়
রয়েছে। তবুও কেন তারা
শুকরিয়া আদায় করে
না?
[36:74]
তারা
আল্লাহর পরিবর্তে
অনেক উপাস্য গ্রহণ
করেছে যাতে তারা সাহায্যপ্রাপ্ত
হতে পারে।
[36:75]
অথচ এসব
উপাস্য তাদেরকে
সাহায্য করতে সক্ষম
হবে না এবং এগুলো
তাদের বাহিনী রূপে
ধৃত হয়ে আসবে।
[36:76]
অতএব
তাদের কথা যেন
আপনাকে দুঃখিত
না করে। আমি জানি যা তারা
গোপনে করে এবং
যা তারা প্রকাশ্যে
করে।
[36:77]
মানুষ
কি দেখে না যে, আমি তাকে
সৃষ্টি করেছি বীর্য থেকে? অতঃপর
তখনই সে হয়ে গেল
প্রকাশ্য বাকবিতন্ডাকারী।
[36:78]
সে আমার
সম্পর্কে এক অদ্ভূত
কথা বর্ণনা করে, অথচ সে নিজের
সৃষ্টি ভুলে যায়। সে বলে
কে জীবিত করবে
অস্থিসমূহকে যখন
সেগুলো পচে গলে যাবে?
[36:79]
বলুন, যিনি প্রথমবার
সেগুলোকে সৃষ্টি
করেছেন, তিনিই জীবিত
করবেন। তিনি সর্বপ্রকার
সৃষ্টি সম্পর্কে
সম্যক অবগত।
[36:80]
যিনি
তোমাদের জন্যে
সবুজ বৃক্ষ থেকে
আগুন উৎপন্ন করেন। তখন তোমরা
তা থেকে আগুন জ্বালাও।
[36:81]
যিনি
নভোমন্ডল ও ভূমন্ডল
সৃষ্টি করেছেন, তিনিই
কি তাদের অনুরূপ
সৃষ্টি করতে সক্ষম
নন? হ্যাঁ
তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ।
[36:82]
তিনি
যখন কোন কিছু
করতে ইচ্ছা করেন, তখন তাকে
কেবল বলে দেন, ‘হও’ তখনই তা
হয়ে যায়।
[36:83]
অতএব
পবিত্র তিনি, যাঁর হাতে
সবকিছুর রাজত্ব
এবং তাঁরই দিকে
তোমরা প্রত্যাবর্তিত
হবে।