[37:77]

এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম

[37:78]

আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,

[37:79]

বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক

[37:80]

আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি

[37:81]

সে ছিল আমার ঈমানদার বান্দাদের অন্যতম

[37:82]

অতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জত করেছিলাম

[37:83]

আর নূহ পন্থীদেরই একজন ছিল ইব্রাহীম

[37:84]

যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল,

[37:85]

যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ?

[37:86]

তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ?

[37:87]

বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?

[37:88]

অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল

[37:89]

এবং বললঃ আমি পীড়িত

[37:90]

অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল

[37:91]

অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন?

[37:92]

তোমাদের কি হল যে, কথা বলছ না?

[37:93]

অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল

[37:94]

তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত-সন্ত্রস্ত পদে

[37:95]

সে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন?

[37:96]

অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন

[37:97]

তারা বললঃ এর জন্যে একটি ভিত নির্মাণ কর এবং অতঃপর তাকে আগুনের স্তুপে নিক্ষেপ কর

[37:98]

তারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম

[37:99]

সে বললঃ আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন

[37:100]

হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর

[37:101]

সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম

[37:102]

অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখসে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুনআল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন