[37:103]

যখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল

[37:104]

তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম,

[37:105]

তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি

[37:106]

নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা

[37:107]

আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু

[37:108]

আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে,

[37:109]

ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক

[37:110]

এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি

[37:111]

সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন

[37:112]

আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী

[37:113]

তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছিতাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী

[37:114]

আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি

[37:115]

তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে

[37:116]

আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী

[37:117]

আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব

[37:118]

এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম

[37:119]

আমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,

[37:120]

মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক

[37:121]

এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি

[37:122]

তারা উভয়েই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম

[37:123]

নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল

[37:124]

যখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না ?

[37:125]

তোমরা কি বাআল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে

[37:126]

যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা?