[37:127]
অতঃপর
তারা তাকে মিথ্যা
প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই
গ্রেফতার হয়ে আসবে।
[37:128]
কিন্তু
আল্লাহ তা’আলার খাঁটি
বান্দাগণ নয়।
[37:129]
আমি তার
জন্যে পরবর্তীদের
মধ্যে এ বিষয়ে
রেখে দিয়েছি যে,
[37:130]
ইলিয়াসের
প্রতি সালাম বর্ষিত
হোক!
[37:131]
এভাবেই
আমি সৎকর্মীদেরকে
প্রতিদান দিয়ে
থাকি।
[37:132]
সে ছিল
আমার বিশ্বাসী
বান্দাদের অন্তর্ভূক্ত।
[37:133]
নিশ্চয়
লূত ছিলেন রসূলগণের
একজন।
[37:134]
যখন আমি
তাকেও তার পরিবারের
সবাইকে উদ্ধার
করেছিলাম;
[37:135]
কিন্তু
এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের
সঙ্গে থেকে গিয়েছিল।
[37:136]
অতঃপর
অবশিষ্টদেরকে
আমি সমূলে উৎপাটিত
করেছিলাম।
[37:137]
তোমরা
তোমাদের ধ্বংস
স্তুপের উপর দিয়ে
গমন কর ভোর বেলায়
[37:138]
এবং সন্ধ্যায়, তার পরেও
কি তোমরা বোঝ
না?
[37:139]
আর ইউনুসও
ছিলেন পয়গম্বরগণের
একজন।
[37:140]
যখন পালিয়ে
তিনি বোঝাই নৌকায়
গিয়ে পৌঁছেছিলেন।
[37:141]
অতঃপর
লটারী (সুরতি) করালে
তিনি দোষী সাব্যস্ত
হলেন।
[37:142]
অতঃপর
একটি মাছ তাঁকে
গিলে ফেলল, তখন তিনি
অপরাধী গণ্য হয়েছিলেন।
[37:143]
যদি তিনি
আল্লাহর তসবীহ
পাঠ না করতেন,
[37:144]
তবে তাঁকে
কেয়ামত দিবস পর্যন্ত
মাছের পেটেই থাকতে
হত।
[37:145]
অতঃপর
আমি তাঁকে এক বিস্তীর্ণ-বিজন
প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি
ছিলেন রুগ্ন।
[37:146]
আমি তাঁর
উপর এক লতাবিশিষ্ট
বৃক্ষ উদগত করলাম।
[37:147]
এবং তাঁকে, লক্ষ বা
ততোধিক লোকের
প্রতি প্রেরণ করলাম।
[37:148]
তারা
বিশ্বাস স্থাপন
করল অতঃপর আমি
তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত
জীবনোপভোগ করতে
দিলাম।
[37:149]
এবার
তাদেরকে জিজ্ঞেস
করুন, তোমার
পালনকর্তার জন্যে কি কন্যা
সন্তান রয়েছে এবং
তাদের জন্যে কি
পুত্র-সন্তান।
[37:150]
না কি
আমি তাদের উপস্থিতিতে
ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি
করেছি?
[37:151]
জেনো, তারা মনগড়া
উক্তি করে যে,
[37:152]
আল্লাহ
সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয়
তারা মিথ্যাবাদী।
[37:153]
তিনি
কি পুত্র-সন্তানের
স্থলে কন্যা-সন্তান
পছন্দ করেছেন?