[38:17]

তারা যা বলে তাতে আপনি সবর করুন এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করুনসে ছিল আমার প্রতি প্রত্যাবর্তনশীল

[38:18]

আমি পর্বতমালাকে তার অনুগামী করে দিয়েছিলাম, তারা সকাল-সন্ধ্যায় তার সাথে পবিত্রতা ঘোষণা করত;

[38:19]

আর পক্ষীকুলকেও, যারা তার কাছে সমবেত হতসবাই ছিল তাঁর প্রতি প্রত্যাবর্তনশীল

[38:20]

আমি তাঁর সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাঁকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্নীতা

[38:21]

আপনার কাছে দাবীদারদের বৃত্তান্ত পৌছেছে, যখন তারা প্রাচীর ডিঙ্গীয়ে এবাদত খানায় প্রবেশ করেছিল

[38:22]

যখন তারা দাউদের কাছে অনুপ্রবেশ করল, তখন সে সন্ত্রস্ত হয়ে পড়লতারা বললঃ ভয় করবেন না; আমরা বিবদমান দুটি পক্ষ, একে অপরের প্রতি বাড়াবাড়ি করেছিঅতএব, আমাদের মধ্যে ন্যায়বিচার করুন, অবিচার করবেন না আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন

[38:23]

সে আমার ভাই, সে নিরানব্বই দুম্বার মালিক আর আমি মালিক একটি মাদী দুম্বারএরপরও সে বলেঃ এটিও আমাকে দিয়ে দাওসে কথাবার্তায় আমার উপর বল প্রয়োগ করে

[38:24]

দাউদ বললঃ সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলোর সাথে সংযুক্ত করার দাবী করে তোমার প্রতি অবিচার করেছেশরীকদের অনেকেই একে অপরের প্রতি জুলুম করে থাকেতবে তারা করে না, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ও সকর্ম সম্পাদনকারীঅবশ্য এমন লোকের সংখ্যা অল্পদাউদের খেয়াল হল যে, আমি তাকে পরীক্ষা করছিঅতঃপর সে তার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করল, সেজদায় লুটিয়ে পড়ল এবং তাঁর দিকে প্রত্যাবর্তন করল। [ Sajdah ]

[38:25]

আমি তার সে অপরাধ ক্ষমা করলামনিশ্চয় আমার কাছে তার জন্যে রয়েছে উচ্চ মর্তবা ও সুন্দর আবাসস্থল

[38:26]

হে দাউদ! আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব, তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব কর এবং খেয়াল-খুশীর অনুসরণ করো নাতা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবেনিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে, তারা হিসাবদিবসকে ভূলে যায়