[38:27]
আমি আসমান-যমীন
ও এতদুভয়ের মধ্যবর্তী
কোন কিছু অযথা সৃষ্টি
করিনি। এটা কাফেরদের
ধারণা। অতএব, কাফেরদের
জন্যে রয়েছে দূর্ভোগ
অর্থাৎ জাহান্নাম।
[38:28]
আমি কি
বিশ্বাসী ও সৎকর্মীদেরকে
পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী
কাফেরদের সমতুল্য
করে দেব? না খোদাভীরুদেরকে
পাপাচারীদের সম্মান
করে দেব।
[38:29]
এটি একটি
বরকতময় কিতাব, যা আমি
আপনার প্রতি বরকত হিসেবে
অবতীর্ণ করেছি, যাতে মানুষ
এর আয়াতসূহ লক্ষ্য
করে এবং বুদ্ধিমানগণ
যেন তা অনুধাবন করে।
[38:30]
আমি দাউদকে
সোলায়মান দান
করেছি। সে একজন উত্তম বান্দা। সে ছিল
প্রত্যাবর্তনশীল।
[38:31]
যখন তার
সামনে অপরাহ্নে
উৎকৃষ্ট অশ্বরাজি
পেশ করা হল,
[38:32]
তখন সে
বললঃ আমি তো আমার
পরওয়ারদেগারের
স্মরণে বিস্মৃত
হয়ে সম্পদের মহব্বতে
মুগ্ধ হয়ে পড়েছি-এমনকি
সূর্য ডুবে গেছে।
[38:33]
এগুলোকে
আমার কাছে ফিরিয়ে
আন।
অতঃপর
সে তাদের পা ও গলদেশ
ছেদন করতে শুরু
করল।
[38:34]
আমি সোলায়মানকে
পরীক্ষা করলাম
এবং রেখে দিলাম
তার সিংহাসনের
উপর একটি নিস্প্রাণ
দেহ। অতঃপর
সে রুজু হল।
[38:35]
সোলায়মান
বললঃ হে আমার পালনকর্তা, আমাকে
মাফ করুন এবং আমাকে
এমন সাম্রাজ্য
দান করুন যা আমার
পরে আর কেউ পেতে
পারবে না। নিশ্চয় আপনি মহাদাতা।
[38:36]
তখন আমি
বাতাসকে তার অনুগত
করে দিলাম, যা তার
হুকুমে অবাধে
প্রবাহিত হত যেখানে
সে পৌছাতে চাইত।
[38:37]
আর সকল
শয়তানকে তার অধীন
করে দিলাম অর্থৎ, যারা ছিল প্রাসাদ
নির্মাণকারী ও
ডুবুরী।
[38:38]
এবং অন্য
আরও অনেককে অধীন
করে দিলাম, যারা আবদ্ধ
থাকত শৃঙ্খলে।
[38:39]
এগুলো
আমার অনুগ্রহ, অতএব, এগুলো
কাউকে দাও অথবা নিজে রেখে
দাও-এর কোন হিসেব
দিতে হবে না।
[38:40]
নিশ্চয়
তার জন্যে আমার
কাছে রয়েছে মর্যাদা
ও শুভ পরিণতি।
[38:41]
স্মরণ
করুণ, আমার
বান্দা আইয়্যুবের
কথা, যখন সে
তার পালনকর্তাকে
আহবান করে বললঃ
শয়তান আমাকে যন্ত্রণা
ও কষ্ট পৌছিয়েছে।
[38:42]
তুমি
তোমার পা দিয়ে
ভূমিতে আঘাত কর। ঝরণা নির্গত
হল গোসল করার জন্যে
শীতল ও পান করার
জন্যে।