[38:43]

আমি তাকে দিলাম তার পরিজনবর্গ ও তাদের মত আরও অনেক আমার পক্ষ থেকে রহমতস্বরূপ এবং বুদ্ধিমানদের জন্যে উপদেশস্বরূপ

[38:44]

তুমি তোমার হাতে এক মুঠো তৃণশলা নাও, তদ্বারা আঘাত কর এবং শপথ ভঙ্গ করো নাআমি তাকে পেলাম সবরকারীচমৎকার বান্দা সেনিশ্চয় সে ছিল প্রত্যাবর্তনশীল

[38:45]

স্মরণ করুন, হাত ও চোখের অধিকারী আমার বান্দা ইব্রাহীম, ইসহাক ও ইয়াকুবের কথা

[38:46]

আমি তাদের এক বিশেষ গুণ তথা পরকালের স্মরণ দ্বারা স্বাতন্ত্র্য দান করেছিলাম

[38:47]

আর তারা আমার কাছে মনোনীত ও সৎলোকদের অন্তর্ভুক্ত

[38:48]

স্মরণ করুণ, ইসমাঈল, আল ইয়াসা ও যুলকিফলের কথাতারা প্রত্যেকেই গুনীজন

[38:49]

এ এক মহৎ আলোচনাখোদাভীরুদের জন্যে রয়েছে উত্তম ঠিকানা-

[38:50]

তথা স্থায়ী বসবাসের জান্নাত; তাদের জন্যে তার দ্বার উম্মুক্ত রয়েছে

[38:51]

সেখানে তারা হেলান দিয়ে বসবেতারা সেখানে চাইবে অনেক ফল-মূল ও পানীয়

[38:52]

তাদের কাছে থাকবে আনতনয়না সমবয়স্কা রমণীগণ

[38:53]

তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে বিচার দিবসের জন্যে

[38:54]

এটা আমার দেয়া রিযিক যা শেষ হবে না

[38:55]

এটাতো শুনলে, এখন দুষ্টদের জন্যে রয়েছে নিকৃষ্ট ঠিকানা

[38:56]

তথা জাহান্নামতারা সেখানে প্রবেশ করবেঅতএব, কত নিকৃষ্ট সেই আবাস স্থল

[38:57]

এটা উত্তপ্ত পানি ও পঁূজ; অতএব তারা একে আস্বাদন করুক

[38:58]

এ ধরনের আরও কিছু শাস্তি আছে

[38:59]

এই তো একদল তোমাদের সাথে প্রবেশ করছেতাদের জন্যে অভিনন্দন নেই তারা তো জাহান্নামে প্রবেশ করবে

[38:60]

তারা বলবে, তোমাদের জন্যে ও তো অভিনন্দন নেই তোমরাই আমাদেরকে এ বিপদের সম্মুখীন করেছঅতএব, এটি কতই না ঘৃণ্য আবাসস্থল

[38:61]

তারা বলবে, হে আমাদের পালনকর্তা, যে আমাদেরকে এর সম্মুখীন করেছে, আপনি জাহান্নামে তার শাস্তি দ্বিগুণ করে দিন