[38:62]
তারা
আরও বলবে, আমাদের
কি হল যে, আমরা যাদেরকে
মন্দ লোক বলে গণ্য
করতাম, তাদেরকে এখানে
দেখছি না।
[38:63]
আমরা
কি অহেতুক তাদেরকে
ঠাট্টার পাত্র
করে নিয়েছিলাম, না আমাদের
দৃষ্টি ভুল করছে?
[38:64]
এটা অর্থাৎ
জাহান্নামীদের
পারস্পরিক বাক-বিতন্ডা অবশ্যম্ভাবী।
[38:65]
বলুন, আমি তো
একজন সতর্ককারী
মাত্র এবং এক পরাক্রমশালী
আল্লাহ ব্যতীত
কোন উপাস্য নেই।
[38:66]
তিনি
আসমান-যমীন ও এতদুভয়ের
মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, পরাক্রমশালী, মার্জনাকারী।
[38:67]
বলুন, এটি এক
মহাসংবাদ,
[38:68]
যা থেকে
তোমরা মুখ ফিরিয়ে
নিয়েছ।
[38:69]
ঊর্ধ্ব
জগৎ সম্পর্কে
আমার কোন জ্ঞান
ছিল না যখন ফেরেশতারা
কথাবার্তা বলছিল।
[38:70]
আমার
কাছে এ ওহীই আসে
যে, আমি একজন
স্পষ্ট সতর্ককারী।
[38:71]
যখন আপনার
পালনকর্তা ফেরেশতাগণকে
বললেন, আমি মাটির মানুষ
সৃষ্টি করব।
[38:72]
যখন আমি
তাকে সুষম করব
এবং তাতে আমার
রূহ ফুঁকে দেব, তখন তোমরা
তার সম্মুখে সেজদায়
নত হয়ে যেয়ো।
[38:73]
অতঃপর
সমস্ত ফেরেশতাই
একযোগে সেজদায়
নত হল,
[38:74]
কিন্তু
ইবলীস; সে অহংকার করল
এবং অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত
হয়ে গেল।
[38:75]
আল্লাহ
বললেন, হে ইবলীস, আমি স্বহস্তে
যাকে সৃষ্টি করেছি, তার সম্মুখে
সেজদা করতে তোমাকে
কিসে বাধা দিল? তুমি অহংকার
করলে, না তুমি তার
চেয়ে উচ্চ মর্যাদা
সম্পন্ন?
[38:76]
সে বললঃ
আমি তার চেয়ে উত্তম
আপনি আমাকে আগুনের
দ্বারা সৃষ্টি
করেছেন, আর তাকে সৃষ্টি
করেছেন মাটির দ্বারা।
[38:77]
আল্লাহ
বললেনঃ বের হয়ে
যা, এখান থেকে। কারণ, তুই অভিশপ্ত।
[38:78]
তোর
প্রতি আমার এ অভিশাপ
বিচার দিবস পর্যন্ত
স্থায়ী হবে।
[38:79]
সে বললঃ
হে আমার পালনকর্তা, আপনি আমাকে
পুনরুত্থান দিবস পর্যন্ত
অবকাশ দিন।
[38:80]
আল্লঅহ
বললেনঃ তোকে অবকাশ
দেয়া হল।
[38:81]
সে সময়ের
দিন পর্যন্ত যা
জানা।
[38:82]
সে বলল, আপনার
ইযযতের কসম, আমি অবশ্যই
তাদের সবাইকে বিপথগামী
করে দেব।
[38:83]
তবে তাদের
মধ্যে যারা আপনার
খাঁটি বান্দা, তাদেরকে ছাড়া।