[39:11]
বলুন, আমি নিষ্ঠার
সাথে আল্লাহর এবাদত
করতে আদিষ্ট হয়েছি।
[39:12]
আরও আদিষ্ট
হয়েছি, সর্ব প্রথম নির্দেশ
পালনকারী হওয়ার জন্যে।
[39:13]
বলুন, আমি আমার
পালনকর্তার অবাধ্য
হলে এক মহাদিবসের শাস্তির
ভয় করি।
[39:14]
বলুন, আমি নিষ্ঠার
সাথে আল্লাহ তা’আলারই
এবাদত করি।
[39:15]
অতএব, তোমরা
আল্লাহর পরিবর্তে
যার ইচ্ছা তার
এবাদত কর। বলুন, কেয়ামতের
দিন তারাই বেশী
ক্ষতিগ্রস্ত হবে, যারা নিজেদের
ও পরিবারবর্গের
তরফ থেকে ক্ষতিগ্রস্ত
হবে। জেনে
রাখ, এটাই সুস্পষ্ট
ক্ষতি।
[39:16]
তাদের
জন্যে উপর দিক
থেকে এবং নীচের
দিক থেকে আগুনের মেঘমালা
থাকবে। এ শাস্তি দ্বারা
আল্লাহ তাঁর বান্দাদেরকে
সতর্ক করেন যে, হে আমার বান্দাগণ, আমাকে
ভয় কর।
[39:17]
যারা
শয়তানী শক্তির
পূজা-অর্চনা থেকে
দূরে থাকে এবং আল্লাহ
অভিমুখী হয়, তাদের
জন্যে রয়েছে সুসংবাদ। অতএব, সুসংবাদ
দিন আমার বান্দাদেরকে।
[39:18]
যারা
মনোনিবেশ সহকারে
কথা শুনে, অতঃপর
যা উত্তম, তার অনুসরণ
করে। তাদেরকেই
আল্লাহ সৎপথ
প্রদর্শন করেন
এবং তারাই বুদ্ধিমান।
[39:19]
যার জন্যে
শাস্তির হুকুম
অবধারিত হয়ে গেছে
আপনি কি সে জাহান্নামীকে
মুক্ত করতে পারবেন?
[39:20]
কিন্তু
যারা তাদের পালনকর্তাকে
ভয় করে, তাদের জন্যে নির্মিত
রয়েছে প্রাসাদের
উপর প্রাসাদ। এগুলোর
তলদেশে নদী প্রবাহিত। আল্লাহ প্রতিশ্রুতি
দিয়েছেন। আল্লাহ
প্রতিশ্রুতির
খেলাফ করেন না।
[39:21]
তুমি
কি দেখনি যে, আল্লাহ
আকাশ থেকে পানি
বর্ষণ করেছেন, অতঃপর
সে পানি যমীনের
ঝর্ণাসমূহে প্রবাহিত
করেছেন, এরপর তদ্দ্বারা বিভিন্ন
রঙের ফসল উৎপন্ন
করেন, অতঃপর
তা শুকিয়ে যায়, ফলে তোমরা
তা পীতবর্ণ দেখতে
পাও। এরপর
আল্লাহ তাকে খড়-কুটায়
পরিণত করে দেন। নিশ্চয়
এতে বুদ্ধিমানদের জন্যে
উপদেশ রয়েছে।