[39:57]
অথবা
না বলে, আল্লাহ যদি আমাকে
পথপ্রদর্শন করতেন, তবে অবশ্যই
আমি পরহেযগারদের
একজন হতাম।
[39:58]
অথবা
আযাব প্রত্যক্ষ
করার সময় না বলে, যদি কোনরূপে একবার
ফিরে যেতে পারি, তবে আমি
সৎকর্মপরায়ণ
হয়ে যাব।
[39:59]
হাঁ, তোমার
কাছে আমার নির্দেশ
এসেছিল; অতঃপর তুমি তাকে মিথ্যা
বলেছিলে, অহংকার করেছিলে
এবং কাফেরদের অন্তর্ভূক্ত
হয়ে গিয়েছিলে।
[39:60]
যারা
আল্লাহর প্রতি
মিথ্যা আরোপ করে, কেয়ামতের
দিন আপনি তাদের
মুখ কাল দেখবেন। অহংকারীদের
আবাসস্থল জাহান্নামে
নয় কি?
[39:61]
আর যারা
শিরক থেকে বেঁচে
থাকত, আল্লাহ
তাদেরকে সাফল্যের
সাথে মুক্তি দেবেন, তাদেরকে
অনিষ্ট স্পর্শ
করবে না এবং তারা
চিন্তিতও হবে না।
[39:62]
আল্লাহ
সর্বকিছুর স্রষ্টা
এবং তিনি সবকিছুর
দায়িত্ব গ্রহণ
করেন।
[39:63]
আসমান
ও যমীনের চাবি
তাঁরই নিকট। যারা আল্লাহর আয়াতসমূহকে
অস্বীকার করে, তারাই
ক্ষতিগ্রস্ত।
[39:64]
বলুন, হে মুর্খরা, তোমরা
কি আমাকে আল্লাহ
ব্যতীত অন্যের
এবাদত করতে আদেশ
করছ?
[39:65]
আপনার
প্রতি এবং আপনার
পূর্ববর্তীদের
পতি প্রত্যাদেশ হয়েছে, যদি আল্লাহর
শরীক স্থির করেন, তবে আপনার
কর্ম নিষ্ফল হবে
এবং আপনি ক্ষতিগ্রস্তদের
একজন হবেন।
[39:66]
বরং আল্লাহরই
এবাদত করুন এবং
কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত থাকুন।
[39:67]
তারা
আল্লাহকে যথার্থরূপে
বোঝেনি। কেয়ামতের
দিন গোটা পৃথিবী
থাকবে তাঁর হাতের
মুঠোতে এবং আসমান
সমূহ ভাঁজ করা
অবস্থায় থাকবে তাঁর ডান
হাতে। তিনি পবিত্র। আর এরা
যাকে শরীক করে, তা থেকে
তিনি অনেক উর্ধ্বে।