[39:68]
শিংগায়
ফুঁক দেয়া হবে, ফলে আসমান
ও যমীনে যারা আছে সবাই বেহুঁশ
হয়ে যাবে, তবে আল্লাহ
যাকে ইচ্ছা করেন। অতঃপর
আবার শিংগায় ফুঁক
দেয়া হবে, তৎক্ষণাৎ
তারা দন্ডায়মান
হয়ে দেখতে থাকবে।
[39:69]
পৃথিবী
তার পালনকর্তার
নূরে উদ্ভাসিত
হবে, আমলনামা স্থাপন
করা হবে, পয়গম্বরগণ ও সাক্ষীগণকে
আনা হবে এবং সকলের
মধ্যে ন্যায় বিচার করা হবে-তাদের
প্রতি জুলুম করা
হবে না।
[39:70]
প্রত্যেকে
যা করেছে, তার পূর্ণ
প্রতিফল দেয়া হবে। তারা যা
কিছু করে, সে সম্পর্কে
আল্লাহ সম্যক অবগত।
[39:71]
কাফেরদেরকে
জাহান্নামের দিকে
দলে দলে হাঁকিয়ে
নেয়া হবে। তারা যখন
সেখানে পৌছাবে, তখন তার
দরজাসমূহ খুলে
দেয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা
তাদেরকে বলবে, তোমাদের
কাছে কি তোমাদের
মধ্য থেকে পয়গম্বর
আসেনি, যারা তোমাদের
কাছে তোমাদের
পালনকর্তার আয়াতসমূহ
আবৃত্তি করত এবং
সতর্ক করত এ দিনের সাক্ষাতের
ব্যাপারে? তারা বলবে, হঁ্যা, কিন্তু
কাফেরদের প্রতি
শাস্তির হুকুমই বাস্তবায়িত
হয়েছে।
[39:72]
বলা হবে, তোমরা
জাহান্নামের দরজা
দিয়ে প্রবেশ কর, সেখানে
চিরকাল অবস্থানের
জন্যে। কত নিকৃষ্ট
অহংকারীদের আবাসস্থল।
[39:73]
যারা
তাদের পালনকর্তাকে
ভয় করত তাদেরকে
দলে দলে জান্নাতের
দিকে নিয়ে যাওয়া
হবে। যখন
তারা উম্মুক্ত
দরজা দিয়ে জান্নাতে
পৌছাবে এবং জান্নাতের
রক্ষীরা তাদেরকে
বলবে, তোমাদের
প্রতি সালাম, তোমরা
সুখে থাক, অতঃপর
সদাসর্বদা বসবাসের
জন্যে তোমরা জান্নাতে
প্রবেশ কর।
[39:74]
তারা
বলবে, সমস্ত
প্রশংসা আল্লাহর, যিনি আমাদের
প্রতি তাঁর ওয়াদা
পূর্ণ করেছেন এবং
আমাদেরকে এ ভূমির
উত্তরাধিকারী
করেছেন। আমরা জান্নাতের
যেখানে ইচ্ছা বসবাস
করব। মেহনতকারীদের
পুরস্কার কতই চমৎকার।