[39:75]
আপনি
ফেরেশতাগণকে দেখবেন, তারা আরশের
চার পাশ ঘিরে তাদের
পালনকর্তার পবিত্রতা
ঘোষনা করছে। তাদের
সবার মাঝে ন্যায়
বিচার করা হবে। বলা হবে, সমস্ত
প্রশংসা বিশ্বপালক
আল্লাহর।
Ghâfir
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[40:1]
হা-মীম।
[40:2]
কিতাব
অবতীর্ণ হয়েছে
আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ।
[40:3]
পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর
শাস্তিদাতা ও সামর্থ?বান। তিনি ব্যতীত
কোন উপাস্য নেই। তাঁরই
দিকে হবে প্রত্যাবর্তন।
[40:4]
কাফেররাই
কেবল আল্লাহর আয়াত
সম্পর্কে বিতর্ক
করে। কাজেই নগরীসমূহে
তাদের বিচরণ যেন
আপনাকে বিভ্রান্তিতে
না ফেলে।
[40:5]
তাদের
পূর্বে নূহের সম্প্রদায়
মিথ্যারোপ করেছিল, আর তাদের
পরে অন্য অনেক
দল ও প্রত্যেক
সম্প্রদায় নিজ
নিজ পয়গম্বরকে
আক্রমণ করার ইচ্ছা
করেছিল এবং তারা
মিথ্যা বিতর্কে
প্রবৃত্ত হয়েছিল, যেন সত্যধর্মকে
ব্যর্থ করে দিতে
পারে। অতঃপর আমি
তাদেরকে পাকড়াও
করলাম। কেমন ছিল আমার
শাস্তি।
[40:6]
এভাবে
কাফেরদের বেলায়
আপনার পালনকর্তার
এ বাক্য সত্য হল যে, তারা জাহান্নামী।
[40:7]
যারা
আরশ বহন করে এবং
যারা তার চারপাশে
আছে, তারা তাদের
পালনকর্তার সপ্রশংস
পবিত্রতা বর্ণনা
করে, তার প্রতি
বিশ্বাস স্থাপন
করে এবং মুমিনদের
জন্যে ক্ষমা প্রার্থনা
করে বলে, হে আমাদের পালনকর্তা, আপনার
রহমত ও জ্ঞান সবকিছুতে
পরিব্যাপ্ত। অতএব, যারা তওবা
করে এবং আপনার
পথে চলে, তাদেরকে ক্ষমা
করুন এবং জাহান্নামের
আযাব থেকে রক্ষা
করুন।