[41:21]
তারা
তাদের ত্বককে বলবে, তোমরা
আমাদের বিপক্ষে সাক্ষ্য
দিলে কেন? তারা বলবে, যে আল্লাহ
সব কিছুকে বাকশক্তি
দিয়েছেন, তিনি আমাদেরকেও
বাকশক্তি দিয়েছেন। তিনিই
তোমাদেরকে প্রথমবার
সৃষ্টি করেছেন
এবং তোমরা তাঁরই
দিকে প্রত্যাবর্তিত
হবে।
[41:22]
তোমাদের
কান, তোমাদের
চক্ষু এবং তোমাদের
ত্বক তোমাদের
বিপক্ষে সাক্ষ্য
দেবে না ধারণার
বশবর্তী হয়ে তোমরা
তাদের কাছে কিছু গোপন
করতে না। তবে তোমাদের
ধারণা ছিল যে, তোমরা
যা কর তার অনেক
কিছুই আল্লাহ জানেন
না।
[41:23]
তোমাদের
পালনকর্তা সম্বন্ধে
তোমাদের এ ধারণাই তোমাদেরকে
ধ্বংস করেছে। ফলে তোমরা
ক্ষতিগ্রস্তদের
অন্তর্ভুক্ত হয়ে
গেছ।
[41:24]
অতঃপর
যদি তারা সবর করে, তবুও জাহান্নামই
তাদের আবাসস্থল। আর যদি
তারা ওযরখাহী করে, তবে তাদের
ওযর কবুল করা হবে
না।
[41:25]
আমি তাদের
পেছনে সঙ্গী লাগিয়ে
দিয়েছিলাম, অতঃপর সঙ্গীরা
তাদের অগ্র-পশ্চাতের
আমল তাদের দৃষ্টিতে
শোভনীয় করে দিয়েছিল। তাদের ব্যাপারেও
শাস্তির আদেশ বাস্তবায়িত
হল, যা বাস্তবায়িত
হয়েছিল তাদের পূর্ববতী
জিন ও মানুষের
ব্যাপারে। নিশ্চয়
তারা ক্ষতিগ্রস্ত।
[41:26]
আর কাফেররা
বলে, তোমরা
এ কোরআন শ্রবণ
করো না এবং এর আবৃত্তিতে
হঞ্জগোল সৃষ্টি
কর, যাতে তোমরা
জয়ী হও।
[41:27]
আমি অবশ্যই
কাফেরদেরকে কঠিন
আযাব আস্বাদন করাব
এবং আমি অবশ্যই
তাদেরকে তাদের
মন্দ ও হীন কাজের
প্রতিফল দেব।
[41:28]
এটা আল্লাহর
শত্রুদের শাস্তি-জাহান্নাম। তাতে তাদের জন্যে
রয়েছে স্থায়ী আবাস, আমার আয়াতসমূহ
অস্বীকার করার
প্রতিফলস্বরূপ।
[41:29]
কাফেররা
বলবে, হে
আমাদের পালনকর্তা!
যেসব জিন ও মানুষ আমাদেরকে
পথভ্রষ্ট করেছিল, তাদেরকে
দেখিয়ে দাও, আমরা তাদেরকে
পদদলিত করব, যাতে তারা যথেষ্ট
অপমানিত হয়।