[41:30]
নিশ্চয়
যারা বলে, আমাদের
পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই
অবিচল থাকে, তাদের
কাছে ফেরেশতা অবতীর্ণ
হয় এবং বলে, তোমরা
ভয় করো না, চিন্তা
করো না এবং তোমাদের
প্রতিশ্রুত জান্নাতের
সুসংবাদ শোন।
[41:31]
ইহকালে
ও পরকালে আমরা
তোমাদের বন্ধু। সেখানে তোমাদের
জন্য আছে যা তোমাদের
মন চায় এবং সেখানে
তোমাদের জন্যে
আছে তোমরা দাবী কর।
[41:32]
এটা ক্ষমাশীল
করুনাময়ের পক্ষ
থেকে সাদর আপ্যায়ন।
[41:33]
যে আল্লাহর
দিকে দাওয়াত দেয়, সৎকর্ম
করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ, তার কথা
অপেক্ষা উত্তম
কথা আর কার?
[41:34]
সমান
নয় ভাল ও মন্দ। জওয়াবে
তাই বলুন যা উৎকৃষ্ট। তখন দেখবেন
আপনার সাথে যে
ব্যক্তির শুত্রুতা
রয়েছে, সে যেন অন্তরঙ্গ
বন্ধু।
[41:35]
এ চরিত্র
তারাই লাভ করে, যারা সবর
করে এবং এ চরিত্রের অধিকারী
তারাই হয়, যারা অত্যন্ত
ভাগ্যবান।
[41:36]
যদি শয়তানের
পক্ষ থেকে আপনি
কিছু কুমন্ত্রণা
অনুভব করেন, তবে আল্লাহর
শরণাপন্ন হোন। নিশ্চয়
তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
[41:37]
তাঁর
নিদর্শনসমূহের
মধ্যে রয়েছে দিবস, রজনী, সূর্য
ও চন্দ্র। তোমরা
সূর্যকে সেজদা
করো না, চন্দ্রকেও না; আল্লাহকে
সেজদা কর, যিনি এগুলো
সৃষ্টি করেছেন, যদি তোমরা
নিষ্ঠার সাথে শুধুমাত্র
তাঁরই এবাদত কর।
[41:38]
অতঃপর তারা
যদি অহংকার করে, তবে যারা
আপনার পালনকর্তার
কাছে আছে, তারা দিবারাত্রি
তাঁর পবিত্রতা
ঘোষণা করে এবং
তারা ক্লান্ত
হয় না। [ Sajdah ]