[43:11]

এবং যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন পরিমিতআতঃপর তদ্দ্বারা আমি মৃত ভূ-ভাগকে পুনরুজ্জীবিত করেছিতোমরা এমনিভাবে উত্থিত হবে

[43:12]

এবং যিনি সবকিছুর যুগল সৃষ্টি করেছেন এবং নৌকা ও চতুস্পদ জন্তুকে তোমাদের জন্যে যানবাহনে পরিণত করেছেন,

[43:13]

যাতে তোমরা তাদের পিঠের উপর আরোহণ করঅতঃপর তোমাদের পালনকর্তার নেয়ামত স্মরণ কর এবং বল পবিত্র তিনি, যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না

[43:14]

আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব

[43:15]

তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর অংশ স্থির করেছেবাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ

[43:16]

তিনি কি তাঁর সৃষ্টি থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন এবং তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান?

[43:17]

তারা রহমান আল্লাহর জন্যে যে, কন্যা-সন্তান বর্ণনা করে, যখন তাদের কাউকে তার সংবাদ দেয়া হয়, তখন তার মুখমন্ডল কালো হয়ে যায় এবং ভীষণ মনস্তাপ ভোগ করে

[43:18]

তারা কি এমন ব্যক্তিকে আল্লাহর জন্যে বর্ণনা করে, যে অলংকারে লালিত-পালিত হয় এবং বিতর্কে কথা বলতে অক্ষম

[43:19]

তারা নারী স্থির করে ফেরেশতাগণকে, যারা আল্লাহর বান্দাতারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে? এখন তাদের দাবী লিপিবদ্ধ করা হবে এবং তাদের জিজ্ঞাসা করা হবে

[43:20]

তারা বলে, রহমান আল্লাহ ইচছা না করলে আমরা ওদের পূজা করতাম নাএ বিষয়ে তারা কিছুই জানে নাতারা কেবল অনুমানে কথা বলে

[43:21]

আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোন কিতাব দিয়েছি, অতঃপর তারা তাকে আঁকড়ে রেখেছে?

[43:22]

বরং তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই পদাংক অনুসরণ করে পথপ্রাপ্ত