[43:48]
আমি তাদেরকে
যে নিদর্শনই দেখাতাম, তাই হত
পূর্ববর্তী নিদর্শন
অপেক্ষা বৃহৎ
এবং আমি তাদেরকে
শাস্তি দ্বারা
পাকড়াও করলাম, যাতে তারা ফিরে আসে।
[43:49]
তারা
বলল, হে যাদুকর, তুমি আমাদের
জন্যে তোমার পালনকর্তার
কাছে সে বিষয় প্রার্থনা
কর, যার ওয়াদা
তিনি তোমাকে দিয়েছেন; আমরা অবশ্যই
সৎপথ অবলম্বন
করব।
[43:50]
অতঃপর
যখন আমি তাদের
থেকে আযাব প্রত্যাহার
করে নিলাম, তখনই তারা
অঙ্গীকার ভঙ্গ
করতে লাগলো।
[43:51]
ফেরাউন
তার সম্প্রদায়কে
ডেকে বলল, হে আমার
কওম, আমি কি মিসরের
অধিপতি নই? এই নদী
গুলো আমার নিম্নদেশে
প্রবাহিত হয়, তোমরা
কি দেখ না?
[43:52]
আমি যে
শ্রেষ্ট এ ব্যক্তি
থেকে, যে
নীচ এবং কথা বলতেও সক্ষম
নয়।
[43:53]
তাকে
কেন স্বর্ণবলয়
পরিধান করানো
হল না, অথবা
কেন আসল না তার
সঙ্গে ফেরেশতাগণ
দল বেঁধে?
[43:54]
অতঃপর
সে তার সম্প্রদায়কে
বোকা বানিয়ে দিল, ফলে তারা তার কথা
মেনে নিল। নিশ্চয়
তারা ছিল পাপাচারী
সম্প্রদায়।
[43:55]
অতঃপর
যখন আমাকে রাগাম্বিত
করল তখন আমি তাদের
কাছ থেকে প্রতিশোধ
নিলাম এবং নিমজ্জত
করলাম। তাদের সবাইকে।
[43:56]
অতঃপর
আমি তাদেরকে করে
দিলাম অতীত লোক
ও দৃষ্টান্ত পরবর্তীদের
জন্যে।
[43:57]
যখনই মরিয়ম
তনয়ের দৃষ্টান্ত
বর্ণনা করা হল, তখনই আপনার
সম্প্রদায় হঞ্জগোল
শুরু করে দিল
[43:58]
এবং বলল, আমাদের
উপাস্যরা শ্রেষ্ঠ, না সে? তারা আপনার সামনে
যে উদাহরণ উপস্থাপন
করে তা কেবল বিতর্কের
জন্যেই করে। বস্তুতঃ
তারা হল এক বিতর্ককারী
সম্প্রদায়।
[43:59]
সে তো
এক বান্দাই বটে
আমি তার প্রতি
অনুগ্রহ করেছি এবং তাকে
করেছি বণী-ইসরাঈলের
জন্যে আদর্শ।
[43:60]
আমি ইচ্ছা
করলে তোমাদের
থেকে ফেরেশতা সৃষ্টি
করতাম, যারা পৃথিবীতে
একের পর এক বসবাস
করত।