[43:61]
সুতরাং
তা হল কেয়ামতের
নিদর্শন। কাজেই
তোমরা কেয়ামতে সন্দেহ
করো না এবং আমার
কথা মান। এটা এক
সরল পথ।
[43:62]
শয়তান
যেন তোমাদেরকে
নিবৃত্ত না করে। সে তোমাদের প্রকাশ্য
শুত্রু।
[43:63]
ঈসা যখন
স্পষ্ট নিদর্শনসহ
আগমন করল, তখন বলল, আমি তোমাদের
কাছে প্রজ্ঞা নিয়ে
এসেছি এবং তোমরা
যে, কোন কোন
বিষয়ে মতভেদ করছ
তা ব্যক্ত করার জন্যে
এসেছি, অতএব, তোমরা আল্লাহকে
ভয় কর এবং আমার
কথা মান।
[43:64]
নিশ্চয়
আল্লাহই আমার পালনকর্তা
ও তোমাদের পালনকর্তা। অতএব, তাঁর এবাদত
কর।
এটা হল
সরল পথ।
[43:65]
অতঃপর
তাদের মধ্যে থেকে
বিভিন্ন দল মতভেদ
সৃষ্টি করল। সুতরাং
যালেমদের জন্যে
রয়েছে যন্ত্রণাদায়ক
দিবসের আযাবের
দুর্ভোগ।
[43:66]
তারা
কেবল কেয়ামতেরই
অপেক্ষা করছে যে, আকস্মিকভাবে তাদের
কাছে এসে যাবে
এবং তারা খবর ও
রাখবে না।
[43:67]
বন্ধুবর্গ
সেদিন একে অপরের
শত্রু হবে, তবে খোদাভীরুরা
নয়।
[43:68]
হে আমার
বান্দাগণ, তোমাদের
আজ কোন ভয় নেই
এবং তোমরা দুঃখিতও
হবে না।
[43:69]
তোমরা
আমার আয়াতসমূহে
বিশ্বাস স্থাপন
করেছিলে এবং তোমরা
আজ্ঞাবহ ছিলে।
[43:70]
জান্নাতের
প্রবেশ কর তোমরা
এবং তোমাদের বিবিগণ সানন্দে।
[43:71]
তাদের
কাছে পরিবেশন করা
হবে স্বর্ণের থালা
ও পানপাত্র এবং তথায়
রয়েছে মনে যা চায়
এবং নয়ন যাতে তৃপ্ত
হয়।
তোমরা
তথায় চিরকাল অবস্থান করবে।
[43:72]
এই যে, জান্নাতের
উত্তরাধিকারী
তোমরা হয়েছ, এটা তোমাদের
কর্মের ফল।
[43:73]
তথায়
তোমাদের জন্যে
আছে প্রচুর ফল-মূল, তা থেকে তোমরা
আহার করবে।