[44:19]
আর তোমরা
আল্লাহর বিরুদ্ধে
ঔদ্ধত্য প্রকাশ
করো না। আমি তোমাদের
কাছে প্রকাশ্য
প্রমাণ উপস্থিত
করছি।
[44:20]
তোমরা
যাতে আমাকে প্রস্তরবর্ষণে
হত্যা না কর, তজ্জন্যে
আমি আমার পালনকর্তা
ও তোমাদের পালনকর্তার
শরনাপন্ন হয়েছি।
[44:21]
তোমরা
যদি আমার প্রতি
বিশ্বাস স্থাপন
না কর, তবে আমার কাছ
থেকে দূরে থাক।
[44:22]
অতঃপর
সে তার পালনকর্তার
কাছে দোয়া করল
যে, এরা অপরাধী
সম্প্রদায়।
[44:23]
তাহলে
তুমি আমার বান্দাদেরকে
নিয়ে রাত্রিবেলায়
বের হয়ে পড়। নিশ্চয়
তোমাদের পশ্চাদ্ধবন
করা হবে।
[44:24]
এবং সমুদ্রকে
অচল থাকতে দাও। নিশ্চয়
ওরা নিমজ্জত বাহিনী।
[44:25]
তারা
ছেড়ে গিয়েছিল কত
উদ্যান ও প্রস্রবন,
[44:26]
কত শস্যক্ষেত্র
ও সূরম্য স্থান।
[44:27]
কত সুখের
উপকরণ, যাতে তারা খোশগল্প
করত।
[44:28]
এমনিই
হয়েছিল এবং আমি
ওগুলোর মালিক
করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে।
[44:29]
তাদের
জন্যে ক্রন্দন
করেনি আকাশ ও পৃথিবী
এবং তারা অবকাশও
পায়নি।