[45:33]
তাদের
মন্দ কর্ম গুলো
তাদের সামনে প্রকাশ
হয়ে পড়বে এবং যে
আযাব নিয়ে তারা
ঠাট্টা-বিদ্রুপ
করত, তা তাদেরকে
গ্রাস করবে।
[45:34]
বলা হবে, আজ আমি
তোমাদেরকে ভুলে
যাব, যেমন তোমরা
এ দিনের সাক্ষাৎকে
ভুলে গিয়েছিলে। তোমাদের
আবাসস্থল জাহান্নাম
এবং তোমাদের সাহায্যকারী
নেই।
[45:35]
এটা এজন্যে
যে, তোমরা
আল্লাহর আয়াতসমূহকে
ঠাট্টারূপে গ্রহণ
করেছিলে এবং পার্থিব
জীবন তোমাদেরকে
প্রতারিত করেছিল। সুতরাং
আজ তাদেরকে জাহান্নাম
থেকে বের করা হবে
না এবং তাদের কাছে
তওবা চাওয়া হবে
না।
[45:36]
অতএব, বিশ্বজগতের
পালনকর্তা, ভূ-মন্ডলের
পালনকর্তা ও নভোমন্ডলের
পালনকর্তা আল্লাহর-ই
প্রশংসা।
[45:37]
নভোমন্ডলে
ও ভূ-মন্ডলে তাঁরই
গৌরব। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
Al-Ahqâf
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[46:1]
হা-মীম।
[46:2]
এই কিতাব
পরাক্রমশালী, প্রজ্ঞাময়
আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।
[46:3]
নভোমন্ডল, ভূ-মন্ডল
ও এতদুভয়ের মধ্যবর্তী
সবকিছু আমি যথাযথভাবেই
এবং নির্দিষ্ট
সময়ের জন্যেই সৃষ্টি
করেছি। আর কাফেররা
যে বিষয়ে তাদেরকে
সতর্ক করা হয়েছে, তা থেকে
মুখ ফিরিয়ে নেয়।
[46:4]
বলুন, তোমরা
আল্লাহ ব্যতীত
যাদের পূজা কর, তাদের বিষয়ে
ভেবে দেখেছ কি? দেখাও
আমাকে তারা পৃথিবীতে
কি সৃষ্টি করেছে? অথবা নভোমন্ডল
সৃজনে তাদের কি
কোন অংশ আছে? এর পূর্ববর্তী
কোন কিতাব অথবা পরস্পরাগত
কোন জ্ঞান আমার
কাছে উপস্থিত কর, যদি তোমরা
সত্যবাদী হও।
[46:5]
যে ব্যক্তি
আল্লাহর পরিবর্তে
এমন বস্তুর পূজা
করে, যে কেয়ামত
পর্যন্তও তার ডাকে
সাড়া দেবে না, তার চেয়ে
অধিক পথভ্রষ্ট
আর কে? তারা
তো তাদের পুজা
সম্পর্কেও বেখবর।