[46:29]
যখন আমি
একদল জিনকে আপনার
প্রতি আকৃষ্ট করেছিলাম, তারা কোরআন
পাঠ শুনছিল,। তারা যখন
কোরআন পাঠের জায়গায়
উপস্থিত হল, তখন পরস্পর বলল, চুপ থাক। অতঃপর
যখন পাঠ সমাপ্ত
হল, তখন তারা
তাদের সম্প্রদায়ের
কাছে সতর্ককারীরূপে
ফিরে গেল।
[46:30]
তারা
বলল, হে আমাদের
সম্প্রদায়, আমরা এমন
এক কিতাব শুনেছি, যা মূসার
পর অবর্তীণ হয়েছে। এ কিতাব
পূর্ববর্তী সব
কিতাবের প্রত্যায়ন করে, সত্যধর্ম
ও সরলপথের দিকে
পরিচালিত করে।
[46:31]
হে আমাদের
সম্প্রদায়, তোমরা
আল্লাহর দিকে আহবানকারীর কথা মান্য
কর এবং তাঁর প্রতি
বিশ্বাস স্থাপন
কর।
তিনি
তোমাদের গোনাহ
মার্জনা করবেন।
[46:32]
আর যে
ব্যক্তি আল্লাহর
দিকে আহবানকারীর
কথা মানবে না, সে পৃথিবীতে
আল্লাহকে অপারক
করতে পারবে না
এবং আল্লাহ ব্যতীত
তার কোন সাহায্যকারী
থাকবে না। এ ধরনের
লোকই প্রকাশ্য
পথভ্রষ্টতায় লিপ্ত।
[46:33]
তারা
কি জানে না যে, আল্লাহ
যিনি নভোমন্ডল
ও ভূমন্ডল সৃষ্টি
করেছেন এবং এগুলোর
সৃষ্টিতে কোন
ক্লান্তিবোধ
করেননি, তিনি মৃতকে জীবিত করতে সক্ষম? কেন নয়, নিশ্চয়
তিনি সর্ব বিষয়ে
সর্বশক্তিমান।
[46:34]
যেদিন
কাফেরদেরকে জাহান্নামের
সামনে পেশ করা
হবে, সেদিন
বলা হবে, এটা কি সত্য নয়? তারা বলবে, হঁ্যা
আমাদের পালনকর্তার
শপথ। আল্লাহ বলবেন, আযাব আস্বাদন
কর।
কারণ, তোমরা
কুফরী করতে।
[46:35]
অতএব, আপনি সবর
করুন, যেমন
উচ্চ সাহসী পয়গম্বরগণ
সবর করেছেন এবং
ওদের বিষয়ে তড়িঘড়ি
করবেন না। ওদেরকে
যে বিষয়ে ওয়াদা
দেয়া হত, তা যেদিন তারা
প্রত্যক্ষ করবে, সেদিন
তাদের মনে হবে
যেন তারা দিনের
এক মুহুর্তের বেশী পৃথিবীতে
অবস্থান করেনি। এটা সুস্পষ্ট
অবগতি। এখন তারাই
ধ্বংসপ্রাপ্ত
হবে, যারা পাপাচারী
সম্প্রদায়।