[3:10]
যারা
কুফুরী করে, তাদের
ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর
সামনে কখনও কাজে
আসবে না। আর তারাই
হচ্ছে দোযখের
ইন্ধন।
[3:11]
ফেরআউনের
সম্প্রদায় এবং
তাদের পূর্ববর্তীদের
ধারা অনুযায়ীই
তারা আমার আয়াতসমূহকে
মিথ্যা প্রতিপন্ন
করেছে। ফলে তাদের
পাপের কারণে আল্লাহ
তাদেরকে পাকড়াও
করেছেন আর আল্লাহর
আযাব অতি কঠিন।
[3:12]
কাফেরদিগকে
বলে দিন, খুব শিগগীরই তোমরা
পরাভূত হয়ে দোযখের
দিকে হাঁকিয়ে নীত
হবে-সেটা কতই না
নিকৃষ্টতম অবস্থান।
[3:13]
নিশ্চয়ই
দুটো দলের মোকাবিলার
মধ্যে তোমাদের
জন্য নিদর্শন ছিল। একটি দল
আল্লাহর রাহে যুদ্ধ
করে। আর
অপর দল ছিল কাফেরদের
এরা স্বচক্ষে তাদেরকে
দ্বিগুন দেখছিল। আর আল্লাহ
যাকে নিজের সাহায্যের
মাধ্যমে শক্তি দান করেন। এরই মধ্যে
শিক্ষনীয় রয়েছে
দৃষ্টি সম্পন্নদের
জন্য।
[3:14]
মানবকূলকে
মোহগ্রস্ত করেছে
নারী, সন্তান-সন্ততি, রাশিকৃত
স্বর্ণ-রৌপ্য, চিহ্নিত
অশ্ব, গবাদি
পশুরাজি এবং ক্ষেত-খামারের
মত আকর্ষণীয় বস্তুসামগ্রী। এসবই হচ্ছে
পার্থিব জীবনের
ভোগ্য বস্তু। আল্লাহর
নিকটই হলো উত্তম
আশ্রয়।
[3:15]
বলুন, আমি কি
তোমাদেরকে এসবের
চাইতেও উত্তম বিষয়ের সন্ধান
বলবো?-যারা পরহেযগার, আল্লাহর
নিকট তাদের জন্যে
রয়েছে বেহেশত, যার তলদেশে
প্রস্রবণ প্রবাহিত-তারা
সেখানে থাকবে অনন্তকাল। আর রয়েছে
পরিচ্ছন্ন সঙ্গিনীগণ
এবং আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ
তাঁর বান্দাদের
প্রতি সুদৃষ্টি রাখেন।