[48:16]
গৃহে
অবস্থানকারী মরুবাসীদেরকে
বলে দিনঃ আগামীতে তোমরা
এক প্রবল পরাক্রান্ত
জাতির সাথে যুদ্ধ
করতে আহুত হবে। তোমরা
তাদের সাথে যুদ্ধ
করবে, যতক্ষণ
না তারা মুসলমান
হয়ে যায়। তখন যদি
তোমরা নির্দেশ
পালন কর, তবে আল্লাহ তোমাদেরকে
উত্তম পুরস্কার
দিবেন। আর যদি পৃষ্ঠপ্রদর্শন
কর যেমন ইতিপূর্বে
পৃষ্ঠপ্রদর্শন
করেছ, তবে
তিনি তোমাদেরকে
যন্ত্রনাদায়ক
শাস্তি দিবেন।
[48:17]
অন্ধের
জন্যে, খঞ্জের জন্যে
ও রুগ্নের জন্যে
কোন অপরাধ নাই
এবং যে কেউ আল্লাহ
ও তাঁর রসূলের
অনুগত্য করবে তাকে
তিনি জান্নাতে দাখিল
করবেন, যার তলদেশে নদী
প্রবাহিত হয়। পক্ষান্তরে
যে, ব্যক্তি
পৃষ্ঠপ্রদর্শন করবে, তাকে যন্ত্রণাদায়ক
শাস্তি দিবেন।
[48:18]
আল্লাহ
মুমিনদের প্রতি
সন্তুষ্ট হলেন, যখন তারা বৃক্ষের
নীচে আপনার কাছে
শপথ করল। আল্লাহ
অবগত ছিলেন যা
তাদের অন্তরে ছিল। অতঃপর তিনি তাদের
প্রতি প্রশান্তি
নাযিল করলেন এবং
তাদেরকে আসন্ন
বিজয় পুরস্কার
দিলেন।
[48:19]
এবং বিপুল
পরিমাণে যুদ্ধলব্ধ
সম্পদ, যা তারা লাভ করবে। আল্লাহ
পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
[48:20]
আল্লাহ
তোমাদেরকে বিপুল
পরিমাণ যুদ্ধলব্ধ
সম্পদের ওয়াদা
দিয়েছেন, যা তোমরা
লাভ করবে। তিনি তা
তোমাদের জন্যে
ত্বরান্বিত করবেন। তিনি তোমাদের
থেকে শত্রুদের
স্তব্দ করে দিয়েছেন-যাতে
এটা মুমিনদের জন্যে
এক নিদর্শন হয় এবং
তোমাদেরকে সরল
পথে পরিচালিত করেন।
[48:21]
আর ও একটি
বিজয় রয়েছে যা
এখনও তোমাদের
অধিকারে আসেনি, আল্লাহ
তা বেষ্টন করে
আছেন। আল্লাহ সর্ববিষয়ে
ক্ষমতাবান।
[48:22]
যদি কাফেররা
তোমাদের মোকাবেলা
করত, তবে অবশ্যই
তারা পৃষ্ঠপ্রদর্শন
করত। তখন
তারা কোন অভিভাবক
ও সাহায্যকারী
পেত না।
[48:23]
এটাই
আল্লাহর রীতি, যা পূর্ব
থেকে চালু আছে। তুমি আল্লাহর
রীতিতে কোন পরিবর্তন
পাবে না।