[48:24]

তিনি মক্কা শহরে তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছেন তাদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর তোমরা যা কিছু কর, আল্লাহ তা দেখেন

[48:25]

তারাই তো কুফরী করেছে এবং বাধা দিয়েছে তোমাদেরকে মসজিদে হারাম থেকে এবং অবস্থানরত কোরবানীর জন্তুদেরকে যথাস্থানে পৌছতেযদি মক্কায় কিছুসংখ্যক ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী না থাকত, যাদেরকে তোমরা জানতে নাঅর্থাৎ তাদের পিষ্ট হয়ে যাওয়ার আশংকা না থাকত, অতঃপর তাদের কারণে তোমরা অজ্ঞাতসারে ক্ষতিগ্রস্ত হতে, তবে সব কিছু চুকিয়ে দেয়া হত; কিন্তু এ কারণে চুকানো হয়নি, যাতে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা স্বীয় রহমতে দাখিল করে নেনযদি তারা সরে যেত, তবে আমি অবশ্যই তাদের মধ্যে যারা কাফের তাদেরকে যন্ত্রনাদায়ক শস্তি দিতাম

[48:26]

কেননা, কাফেররা তাদের অন্তরে মূর্খতাযুগের জেদ পোষণ করতঅতঃপর আল্লাহ তাঁর রসূল ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি নাযিল করলেন এবং তাদের জন্যে সংযমের দায়িত্ব অপরিহার্য করে দিলেনবস্তুতঃ তারাই ছিল এর অধিকতর যোগ্য ও উপযুক্তআল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত

[48:27]

আল্লাহ তাঁর রসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেনআল্লাহ চাহেন তো তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে মস্তকমুন্ডিত অবস্থায় এবং কেশ কর্তিত অবস্থায়তোমরা কাউকে ভয় করবে নাঅতঃপর তিনি জানেন যা তোমরা জান নাএছাড়াও তিনি দিয়েছেন তোমাদেরকে একটি আসন্ন বিজয়

[48:28]

তিনিই তাঁর রসূলকে হেদায়েত ও সত্য ধর্মসহ প্রেরণ করেছেন, যাতে একে অন্য সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করেনসত্য প্রতিষ্ঠাতারূপে আল্লাহ যথেষ্ট