[49:12]
মুমিনগণ, তোমরা
অনেক ধারণা থেকে
বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা
গোনাহ। এবং গোপনীয়
বিষয় সন্ধান করো
না।
তোমাদের
কেউ যেন কারও পশ্চাতে
নিন্দা না করে। তোমাদের
কেউ কি তারা মৃত
ভ্রাতার মাংস ভক্ষণ
করা পছন্দ করবে? বস্তুতঃ
তোমরা তো একে
ঘৃণাই কর। আল্লাহকে
ভয় কর। নিশ্চয় আল্লাহ
তওবা কবুলকারী, পরম দয়ালু।
[49:13]
হে মানব, আমি তোমাদেরকে
এক পুরুষ ও এক নারী
থেকে সৃষ্টি করেছি
এবং তোমাদেরকে
বিভিন্ন জাতি ও
গোত্রে বিভক্ত
করেছি, যাতে তোমরা পরস্পরে
পরিচিতি হও। নিশ্চয়
আল্লাহর কাছে সে-ই
সর্বাধিক সম্ভ্রান্ত
যে সর্বাধিক পরহেযগার। নিশ্চয়
আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর
খবর রাখেন।
[49:14]
মরুবাসীরা
বলেঃ আমরা বিশ্বাস
স্থাপন করেছি। বলুনঃ তোমরা
বিশ্বাস স্থাপন
করনি; বরং
বল, আমরা বশ্যতা
স্বীকার করেছি। এখনও তোমাদের অন্তরে
বিশ্বাস জন্মেনি। যদি তোমরা
আল্লাহ ও তাঁর
রসূলের আনুগত্য
কর, তবে তোমাদের
কর্ম বিন্দুমাত্রও
নিস্ফল করা হবে
না।
নিশ্চয়, আল্লাহ
ক্ষমাশীল, পরম মেহেরবান।
[49:15]
তারাই
মুমিন, যারা আল্লাহ ও
তাঁর রসূলের প্রতি
ঈমান আনার পর সন্দেহ
পোষণ করে না এবং
আল্লাহর পথে প্রাণ
ও ধন-সম্পদ দ্বারা
জেহাদ করে। তারাই
সত্যনিষ্ঠ।
[49:16]
বলুনঃ
তোমরা কি তোমাদের
ধর্ম পরায়ণতা সম্পর্কে আল্লাহকে
অবহিত করছ? অথচ আল্লাহ
জানেন যা কিছু
আছে ভূমন্ডলে এবং
যা কিছু আছে নভোমন্ডলে। আল্লাহ
সর্ববিষয়ে সম্যক
জ্ঞাত।
[49:17]
তারা
মুসলমান হয়ে আপনাকে
ধন্য করেছে মনে
করে। বলুন, তোমরা
মুসলমান হয়ে আমাকে
ধন্য করেছ মনে
করো না। বরং আল্লাহ
ঈমানের পথে পরিচালিত
করে তোমাদেরকে
ধন্য করেছেন, যদি তোমরা
সত্যনিষ্ঠ হয়ে
থাক।
[49:18]
আল্লাহ
নভোমন্ডল ও ভূমন্ডলের
অদৃশ্য বিষয় জানেন, তোমরা
যা কর আল্লাহ তা
দেখেন।