[50:36]
আমি তাদের
পূর্বে বহু সম্প্রদায়কে
ধ্বংস করেছি, তারা এদের অপেক্ষা
অধিক শক্তিশালী
ছিল এবং দেশে-বিদেশে
বিচরণ করে ফিরত। তাদের
কোন পলায়ন স্থান
ছিল না।
[50:37]
এতে উপদেশ
রয়েছে তার জন্যে, যার অনুধাবন
করার মত অন্তর
রয়েছে। অথবা সে নিবিষ্ট
মনে শ্রবণ করে।
[50:38]
আমি নভোমন্ডল, ভূমন্ডল
ও এতদুভয়ের মধ্যবর্তী
সবকিছু ছয়দিনে
সৃষ্টি করেছি এবং
আমাকে কোনরূপ
ক্লান্তি স্পর্শ
করেনি।
[50:39]
অতএব, তারা যা
কিছু বলে, তজ্জন্যে
আপনি ছবর করুন
এবং, সূর্যোদয়
ও সূর্যাস্তের
পূর্বে আপনার পালনকর্তার
সপ্রশংস পবিত্রতা
ঘোষণা করুন।
[50:40]
রাত্রির
কিছু অংশে তাঁর
পবিত্রতা ঘোষণা
করুন এবং নামাযের
পশ্চাতেও।
[50:41]
শুন, যে দিন
এক আহবানকারী নিকটবর্তী
স্থান থেকে আহবান করবে।
[50:42]
যেদিন
মানুষ নিশ্চিত
সেই ভয়াবহ আওয়াজ
শুনতে পাবে, সেদিনই
পুনরত্থান দিবস।
[50:43]
আমি জীবন
দান করি, মৃত্যু ঘটাই এবং
আমারই দিকে সকলের প্রত্যাবর্তন।
[50:44]
যেদিন
ভূমন্ডল বিদীর্ণ
হয়ে মানুষ ছুটাছুটি
করে বের হয়ে আসবে। এটা এমন
সমবেত করা, যা আমার
জন্যে অতি সহজ।
[50:45]
তারা
যা বলে, তা আমি সম্যক অবগত
আছি। আপনি
তাদের উপর জোরজবরকারী
নন।
অতএব, যে আমার
শাস্তিকে ভয় করে, তাকে কোরআনের
মাধ্যমে উপদেশ দান করুন।
Adh-Dhâriyât
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[51:1]
কসম ঝঞ্ঝাবায়ুর।
[51:2]
অতঃপর
বোঝা বহনকারী
মেঘের।
[51:3]
অতঃপর
মৃদু চলমান জলযানের,
[51:4]
অতঃপর
কর্ম বন্টনকারী
ফেরেশতাগণের,
[51:5]
তোমাদের
প্রদত্ত ওয়াদা
অবশ্যই সত্য।
[51:6]
ইনসাফ
অবশ্যম্ভাবী।