[51:52]

এমনিভাবে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোন রসূল আগমন করেছে, তারা বলছেঃ যাদুকর, না হয় উম্মাদ

[51:53]

তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে? বস্তুতঃ ওরা দুষ্ট সম্প্রদায়

[51:54]

অতএব, আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিনএতে আপনি অপরাধী হবেন না

[51:55]

এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে

[51:56]

আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি

[51:57]

আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে

[51:58]

আল্লাহ তাআলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত

[51:59]

অতএব, এই যালেমদের প্রাপ্য তাই, যা ওদের অতীত সহচরদের প্রাপ্য ছিলকাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়

[51:60]

অতএব, কাফেরদের জন্যে দুর্ভোগ সেই দিনের, যেদিনের প্রতিশ্রুতি ওদেরকে দেয়া হয়েছে

 

At-Tûr

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[52:1]

কসম তূরপর্বতের,

[52:2]

এবং লিখিত কিতাবের,

[52:3]

প্রশস্ত পত্রে,

[52:4]

কসম বায়তুল-মামুর তথা আবাদ গৃহের,

[52:5]

এবং সমুন্নত ছাদের,

[52:6]

এবং উত্তাল সমুদ্রের,

[52:7]

আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী,

[52:8]

তা কেউ প্রতিরোধ করতে পারবে না

[52:9]

সেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবলভাবে

[52:10]

এবং পর্বতমালা হবে চলমান,

[52:11]

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে,

[52:12]

যারা ক্রীড়াচ্ছলে মিছেমিছি কথা বানায়

[52:13]

সেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে

[52:14]

এবং বলা হবেঃ এই সেই অগ্নি, যাকে তোমরা মিথ্যা বলতে,