[54:50]
আমার
কাজ তো এক মুহূর্তে
চোখের পলকের মত।
[54:51]
আমি তোমাদের
সমমনা লোকদেরকে
ধ্বংস করেছি, অতএব, কোন চিন্তাশীল
আছে কি?
[54:52]
তারা
যা কিছু করেছে, সবই আমলনামায়
লিপিবদ্ধ আছে।
[54:53]
ছোট
ও বড় সবই লিপিবদ্ধ।
[54:54]
খোদাভীরুরা
থাকবে জান্নাতে
ও নির্ঝরিণীতে।
[54:55]
যোগ্য
আসনে, সর্বাধিপতি
সম্রাটের সান্নিধ্যে।
Ar-Rahmân
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[55:1]
করুনাময়
আল্লাহ।
[55:2]
শিক্ষা
দিয়েছেন কোরআন,
[55:3]
সৃষ্টি
করেছেন মানুষ,
[55:4]
তাকে
শিখিয়েছেন বর্ণনা।
[55:5]
সূর্য
ও চন্দ্র হিসাবমত
চলে।
[55:6]
এবং তৃণলতা
ও বৃক্ষাদি সেজদারত
আছে।
[55:7]
তিনি
আকাশকে করেছেন
সমুন্নত এবং স্থাপন
করেছেন তুলাদন্ড।
[55:8]
যাতে
তোমরা সীমালংঘন
না কর তুলাদন্ডে।
[55:9]
তোমরা
ন্যায্য ওজন কায়েম
কর এবং ওজনে কম
দিয়ো না।
[55:10]
তিনি
পৃথিবীকে স্থাপন
করেছেন সৃষ্টজীবের
জন্যে।
[55:11]
এতে আছে
ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট
খর্জুর বৃক্ষ।
[55:12]
আর আছে
খোসাবিশিষ্ট
শস্য ও সুগন্ধি
ফুল।
[55:13]
অতএব, তোমরা
উভয়ে তোমাদের
পালনকর্তার কোন
কোন অনুগ্রহকে
অস্বীকার করবে?
[55:14]
তিনি
মানুষকে সৃষ্টি
করেছেন পোড়া মাটির
ন্যায় শুষ্ক মৃত্তিকা
থেকে।
[55:15]
এবং জিনকে
সৃষ্টি করেছেন
অগ্নিশিখা থেকে।
[55:16]
অতএব, তোমরা
উভয়ে তোমাদের
পালনকর্তার কোন
কোন অনুগ্রহ অস্বীকার
করবে?