[55:17]

তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক

[55:18]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:19]

তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন

[55:20]

উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না

[55:21]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:22]

উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল

[55:23]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:24]

দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রনাধীন)

[55:25]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:26]

ভূপৃষ্টের সবকিছুই ধ্বংসশীল

[55:27]

একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া

[55:28]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:29]

নভোমন্ডল ও ভূমন্ডলের সবাই তাঁর কাছে প্রার্থীতিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন

[55:30]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:31]

যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দুটি উদ্যান

[55:32]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:33]

উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট

[55:34]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:35]

উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন

[55:36]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:37]

উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে

[55:38]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

[55:39]

তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবেউভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে

[55:40]

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?