[55:68]
তথায়
আছে ফল-মূল, খর্জুর
ও আনার।
[55:69]
অতএব, তোমরা
উভয়ে তোমাদের
পালনকর্তার কোন
কোন অবদানকে অস্বীকার
করবে?
[55:70]
সেখানে
থাকবে সচ্চরিত্রা
সুন্দরী রমণীগণ।
[55:71]
অতএব, তোমরা
উভয়ে তোমাদের
পালনকর্তার কোন
কোন অবদানকে অস্বীকার
করবে?
[55:72]
তাঁবুতে
অবস্থানকারিণী
হুরগণ।
[55:73]
অতএব, তোমরা
উভয়ে তোমাদের
পালনকর্তার কোন
কোন অবদানকে অস্বীকার
করবে?
[55:74]
কোন
জিন ও মানব পূর্বে
তাদেরকে স্পর্শ
করেনি।
[55:75]
অতএব, তোমরা
উভয়ে তোমাদের
পালনকর্তার কোন
কোন অবদানকে অস্বীকার
করবে?
[55:76]
তারা
সবুজ মসনদে এবং
উৎকৃষ্ট মূল্যবান
বিছানায় হেলান দিয়ে বসবে।
[55:77]
অতএব, তোমরা
উভয়ে তোমাদের
পালনকর্তার কোন
কোন অবদানকে অস্বীকার
করবে?
[55:78]
কত পূণ্যময়
আপনার পালনকর্তার
নাম, যিনি মহিমাময়
ও মহানুভব।
Al-Wâqi‘ah
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[56:1]
যখন কিয়ামতের
ঘটনা ঘটবে,
[56:2]
যার বাস্তবতায়
কোন সংশয় নেই।
[56:3]
এটা নীচু
করে দেবে, সমুন্নত
করে দেবে।
[56:4]
যখন প্রবলভাবে
প্রকম্পিত হবে
পৃথিবী।
[56:5]
এবং পর্বতমালা
ভেঙ্গে চুরমার
হয়ে যাবে।
[56:6]
অতঃপর
তা হয়ে যাবে উৎক্ষিপ্ত
ধূলিকণা।
[56:7]
এবং তোমরা
তিনভাবে বিভক্ত
হয়ে পড়বে।
[56:8]
যারা
ডান দিকে, কত ভাগ্যবান
তারা।
[56:9]
এবং যারা
বামদিকে, কত হতভাগা
তারা।
[56:10]
অগ্রবর্তীগণ
তো অগ্রবর্তীই।
[56:11]
তারাই
নৈকট্যশীল,
[56:12]
অবদানের
উদ্যানসমূহে,
[56:13]
তারা
একদল পূর্ববর্তীদের
মধ্য থেকে।
[56:14]
এবং অল্পসংখ্যক
পরবর্তীদের মধ্যে
থেকে।
[56:15]
স্বর্ণ
খচিত সিংহাসন।
[56:16]
তারা
তাতে হেলান দিয়ে
বসবে পরস্পর মুখোমুখি
হয়ে।