[56:77]
নিশ্চয়
এটা সম্মানিত কোরআন,
[56:78]
যা আছে
এক গোপন কিতাবে,
[56:79]
যারা
পাক-পবিত্র, তারা ব্যতীত
অন্য কেউ একে স্পর্শ করবে না।
[56:80]
এটা বিশ্ব-পালনকর্তার
পক্ষ থেকে অবতীর্ণ।
[56:81]
তবুও
কি তোমরা এই বাণীর
প্রতি শৈথিল্য
পদর্শন করবে?
[56:82]
এবং একে
মিথ্যা বলাকেই
তোমরা তোমাদের
ভূমিকায় পরিণত করবে?
[56:83]
অতঃপর
যখন কারও প্রাণ
কন্ঠাগত হয়।
[56:84]
এবং তোমরা
তাকিয়ে থাক,
[56:85]
তখন আমি
তোমাদের অপেক্ষা
তার অধিক নিকটে
থাকি; কিন্তু
তোমরা দেখ না।
[56:86]
যদি তোমাদের
হিসাব-কিতাব না
হওয়াই ঠিক হয়,
[56:87]
তবে তোমরা
এই আত্মাকে ফিরাও
না কেন, যদি তোমরা সত্যবাদী
হও ?
[56:88]
যদি সে
নৈকট্যশীলদের
একজন হয়;
[56:89]
তবে তার
জন্যে আছে সুখ, উত্তম
রিযিক এবং নেয়ামতে
ভরা উদ্যান।
[56:90]
আর যদি
সে ডান পার্শ্বস্থদের
একজন হয়,
[56:91]
তবে তাকে
বলা হবেঃ তোমার
জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে
সালাম।
[56:92]
আর যদি
সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের
একজন হয়,
[56:93]
তবে তার
আপ্যায়ন হবে উত্তপ্ত
পানি দ্বারা।
[56:94]
এবং সে
নিক্ষিপ্ত হবে
অগ্নিতে।
[56:95]
এটা ধ্রুব
সত্য।
[56:96]
অতএব, আপনি আপনার
মহান পালনকর্তার
নামে পবিত্রতা ঘোষণা
করুন।
Al-Hadîd
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[57:1]
নভোমন্ডল
ও ভূমন্ডলে যা
কিছু আছে, সবাই আল্লাহর পবিত্রতা
ঘোষণা করে। তিনি শক্তিধর; প্রজ্ঞাময়।
[57:2]
নভোমন্ডল
ও ভূমন্ডলের রাজত্ব
তাঁরই। তিনি জীবন
দান করেন ও মৃত্যু
ঘটান। তিনি সবকিছু
করতে সক্ষম।
[57:3]
তিনিই
প্রথম, তিনিই সর্বশেষ, তিনিই
প্রকাশমান ও অপ্রকাশমান
এবং তিনি সব বিষয়ে
সম্যক পরিজ্ঞাত।