[57:25]
আমি আমার
রসূলগণকে সুস্পষ্ট
নিদর্শনসহ প্রেরণ
করেছি এবং তাঁদের
সাথে অবতীর্ণ করেছি
কিতাব ও ন্যায়নীতি, যাতে মানুষ
ইনসাফ প্রতিষ্ঠা করে। আর আমি
নাযিল করেছি লৌহ, যাতে আছে
প্রচন্ড রণশক্তি
এবং মানুষের বহুবিধ উপকার। এটা এজন্যে
যে, আল্লাহ
জেনে নিবেন কে
না দেখে তাঁকে
ও তাঁর রসূলগণকে সাহায্য
করে। আল্লাহ
শক্তিধর, পরাক্রমশালী।
[57:26]
আমি নূহ
ও ইব্রাহীমকে রসূলরূপে
প্রেরণ করেছি এবং তাদের
বংশধরের মধ্যে
নবুওয়ত ও কিতাব
অব্যাহত রেখেছি। অতঃপর
তাদের কতক সৎপথপ্রাপ্ত
হয়েছে এবং অধিকাংশই
হয়েছে পাপাচারী।
[57:27]
অতঃপর
আমি তাদের পশ্চাতে
প্রেরণ করেছি আমার
রসূলগণকে এবং তাদের
অনুগামী করেছি
মরিয়ম তনয় ঈসাকে
ও তাকে দিয়েছি
ইঞ্জিল। আমি তার অনুসারীদের
অন্তরে স্থাপন
করেছি নম্রতা ও
দয়া। আর
বৈরাগ্য, সে তো তারা
নিজেরাই উদ্ভাবন
করেছে; আমি এটা তাদের
উপর ফরজ করিনি; কিন্তু
তারা আল্লাহর সন্তুষ্টি লাভের
জন্যে এটা অবলম্বন
করেছে। অতঃপর তারা
যথাযথভাবে তা পালন
করেনি। তাদের মধ্যে
যারা বিশ্বাসী
ছিল, আমি তাদেরকে
তাদের প্রাপ্য
পুরস্কার দিয়েছি। আর তাদের অধিকাংশই
পাপাচারী।
[57:28]
মুমিনগণ, তোমরা
আল্লাহকে ভয় কর
এবং তাঁর রসূলের প্রতি
বিশ্বাস স্থাপন
কর।
তিনি
নিজে অনুগ্রহের
দ্বিগুণ অংশ তোমাদেরকে
দিবেন, তোমাদেরকে দিবেন
জ্যোতি, যার সাহায্যে
তোমরা চলবে এবং
তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ
ক্ষমাশীল, দয়াময়।
[57:29]
যাতে
কিতাবধারীরা জানে
যে, আল্লাহর
সামান্য অনুগ্রহের উপর ও
তাদের কোন ক্ষমতা
নেই, দয়া আল্লাহরই
হাতে; তিনি
যাকে ইচ্ছা, তা দান
করেন। আল্লাহ মহা
অনুগ্রহশীল।