Al-Mujâdilah
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[58:1]
যে নারী
তার স্বামীর বিষয়ে
আপনার সাথে বাদানুবাদ
করছে এবং অভিযোগ
পেশ করছে আল্লাহর
দরবারে, আল্লাহ তার কথা
শুনেছেন। আল্লাহ
আপনাদের উভয়ের
কথাবার্তা শুনেন। নিশ্চয়
আল্লাহ সবকিছু
শুনেন, সবকিছু দেখেন।
[58:2]
তোমাদের
মধ্যে যারা তাদের
স্ত্রীগণকে মাতা
বলে ফেলে, তাদের
স্ত্রীগণ তাদের
মাতা নয়। তাদের
মাতা কেবল তারাই, যারা তাদেরকে
জন্মদান করেছে। তারা তো
অসমীচীন ও ভিত্তিহীন
কথাই বলে। নিশ্চয়
আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল।
[58:3]
যারা
তাদের স্ত্রীগণকে
মাতা বলে ফেলে, অতঃপর
নিজেদের উক্তি
প্রত্যাহার করে, তাদের
কাফফারা এই একে
অপরকে স্পর্শ করার
পূর্বে একটি দাসকে
মুক্তি দিবে। এটা তোমাদের
জন্যে উপদেশ হবে। আল্লাহ
খবর রাখেন তোমরা
যা কর।
[58:4]
যার এ
সামর্থ্য নেই, সে একে
অপরকে স্পর্শ করার
পূর্বে একাদিক্রমে
দুই মাস রোযা
রাখবে। যে এতেও অক্ষম
হয় সে ষাট জন মিসকীনকে
আহার করাবে। এটা এজন্যে, যাতে তোমরা
আল্লাহ ও তাঁর
রসূলের প্রতি বিশ্বাস
স্থাপন কর। এগুলো
আল্লাহর নির্ধারিত
শাস্তি। আর কাফেরদের
জন্যে রয়েছে যন্ত্রণা
দায়ক আযাব।
[58:5]
যারা
আল্লাহর তাঁর রসূলের
বিরুদ্ধাচরণ করে, তারা অপদস্থ
হয়েছে, যেমন অপদস্থ হয়েছে
তাদের পূর্ববর্তীরা। আমি সুস্পষ্ট
আয়াতসমূহ নাযিল
করেছি। আর কাফেরদের
জন্যে রয়েছে অপমানজনক
শাস্তি।
[58:6]
সেদিন
স্মরণীয়; যেদিন আল্লাহ
তাদের সকলকে পুনরুত্থিত করবেন, অতঃপর
তাদেরকে জানিয়ে
দিবেন যা তারা
করত। আল্লাহ
তার হিসাব রেখেছেন, আর তারা তা
ভুলে গেছে। আল্লাহর
সামনে উপস্থিত
আছে সব বস্তুই।