[58:7]
আপনি
কি ভেবে দেখেননি
যে, নভোমন্ডল
ও ভূমন্ডলে যা কিছু আছে, আল্লাহ
তা জানেন। তিন ব্যক্তির
এমন কোন পরামর্শ
হয় না যাতে তিনি চতুর্থ
না থাকেন এবং পাঁচ
জনেরও হয় না, যাতে তিনি
ষষ্ঠ না থাকেন
তারা এতদপেক্ষা কম হোক
বা বেশী হোক তারা
যেখানেই থাকুক
না কেন তিনি তাদের
সাথে আছেন, তারা যা করে, তিনি কেয়ামতের
দিন তা তাদেরকে
জানিয়ে দিবেন। নিশ্চয়
আল্লাহ সর্ববিষয়ে
সম্যক জ্ঞাত।
[58:8]
আপনি
কি ভেবে দেখেননি, যাদেরকে
কানাঘুষা করতে
নিষেধ করা হয়েছিল
অতঃপর তারা নিষিদ্ধ
কাজেরই পুনরাবৃত্তি
করে এবং পাপাচার, সীমালংঘন এবং রসূলের
অবাধ্যতার বিষয়েই
কানাঘুষা করে। তারা যখন
আপনার কাছে আসে, তখন আপনাকে এমন ভাষায়
সালাম করে, যদ্দ্বারা
আল্লাহ আপনাকে
সালাম করেননি। তারা মনে
মনে বলেঃ আমরা যা
বলি, তজ্জন্যে
আল্লাহ আমাদেরকে
শাস্তি দেন না
কেন? জাহান্নামই
তাদের জন্যে যথেষ্ট। তারা তাতে
প্রবেশ করবে। কতই না
নিকৃষ্ট সেই জায়গা।
[58:9]
মুমিনগণ, তোমরা
যখন কানাকানি কর, তখন পাপাচার, সীমালংঘন
ও রসূলের অবাধ্যতার
বিষয়ে কানাকানি
করো না বরং অনুগ্রহ
ও খোদাভীতির ব্যাপারে
কানাকানি করো। আল্লাহকে
ভয় কর, যাঁর
কাছে তোমরা একত্রিত
হবে।
[58:10]
এই কানাঘুষা
তো শয়তানের কাজ; মুমিনদেরকে
দুঃখ দেয়ার দেয়ার
জন্যে। তবে আল্লাহর
অনুমতি ব্যতীত
সে তাদের কোন
ক্ষতি করতে পারবে
না। মুমিনদের
উচিত আল্লাহর উপর
ভরসা করা।
[58:11]
মুমিনগণ, যখন তোমাদেরকে
বলা হয়ঃ মজলিসে
স্থান প্রশস্ত করে
দাও, তখন তোমরা
স্থান প্রশস্ত
করে দিও। আল্লাহর
জন্যে তোমাদের জন্য প্রশস্ত
করে দিবেন। যখন বলা
হয়ঃ উঠে যাও, তখন উঠে
যেয়ো। তোমাদের মধ্যে যারা ঈমানদার
এবং যারা জ্ঞানপ্রাপ্ত, আল্লাহ
তাদের মর্যাদা
উচ্চ করে দিবেন। আল্লাহ
খবর রাখেন যা কিছু
তোমরা কর।