[59:10]
আর এই
সম্পদ তাদের জন্যে, যারা তাদের
পরে আগমন করেছে। তারা বলেঃ
হে আমাদের পালনকর্তা, আমাদেরকে
এবং ঈমানে আগ্রহী
আমাদের ভ্রাতাগণকে ক্ষমা
কর এবং ঈমানদারদের
বিরুদ্ধে আমাদের
অন্তরে কোন বিদ্বেষ
রেখো না। হে আমাদের
পালনকর্তা, আপনি দয়ালু, পরম করুণাময়।
[59:11]
আপনি
কি মুনাফিকদেরকে
দেখেন নি? তারা তাদের
কিতাবধারী কাফের
ভাইদেরকে বলেঃ
তোমরা যদি বহিস্কৃত
হও, তবে আমরা
অবশ্যই তোমাদের
সাথে দেশ থেকে বের
হয়ে যাব এবং তোমাদের
ব্যাপারে আমরা
কখনও কারও কথা
মানব না। আর যদি তোমরা
আক্রান্ত হও, তবে আমরা
অবশ্যই তোমাদেরকে
সাহায্য করব। আল্লাহ
তা’আলা সাক্ষ্য
দেন যে, ওরা নিশ্চয়ই মিথ্যাবাদী।
[59:12]
যদি তারা
বহিস্কৃত হয়, তবে মুনাফিকরা
তাদের সাথে দেশত্যাগ
করবে না আর যদি
তারা আক্রান্ত
হয়, তবে তারা
তাদেরকে সাহায্য
করবে না। যদি তাদেরকে
সাহায্য করে, তবে অবশ্যই
পৃষ্ঠপ্রদর্শন
করে পলায়ন করবে। এরপর কাফেররা
কোন সাহায্য পাবে
না।
[59:13]
নিশ্চয়
তোমরা তাদের অন্তরে
আল্লাহ তা’আলা অপেক্ষা অধিকতর
ভয়াবহ। এটা এ কারণে
যে, তারা এক
নির্বোধ সম্প্রদায়।
[59:14]
তারা
সংঘবদ্ধভাবেও
তোমাদের বিরুদ্ধে
যুদ্ধ করতে পারবে
না।
তারা
যুদ্ধ করবে কেবল
সুরক্ষিত জনপদে
অথবা দুর্গ প্রাচীরের
আড়াল থেকে। তাদের
পারস্পরিক যুদ্ধই
প্রচন্ড হয়ে থাকে। আপনি তাদেরকে
ঐক্যবদ্ধ মনে করবেন; কিন্তু
তাদের অন্তর শতধাবিচ্ছিন্ন। এটা এ
কারণে যে, তারা এক
কান্ডজ্ঞানহীণ সম্প্রদায়।
[59:15]
তারা
সেই লোকদের মত, যারা তাদের
নিকট অতীতে নিজেদের কর্মের
শাস্তিভোগ করেছে। তাদের
জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক
শাস্তি।
[59:16]
তারা
শয়তানের মত, যে মানুষকে
কাফের হতে বলে। অতঃপর যখন সে
কাফের হয়, তখন শয়তান
বলেঃ তোমার সাথে
আমার কোন সম্পর্ক
নেই। আমি বিশ্বপালনকর্তা
আল্লাহ তা’আলাকে
ভয় করি।