[3:46]
যখন তিনি
মায়ের কোলে থাকবেন
এবং পূর্ণ বয়স্ক
হবেন তখন তিনি মানুষের
সাথে কথা বলবেন। আর তিনি
সৎকর্মশীলদের
অন্তর্ভুক্ত হবেন।
[3:47]
তিনি
বললেন, পরওয়ারদেগার!
কেমন করে আমার
সন্তান হবে; আমাকে
তো কোন মানুষ
স্পর্শ করেনি। বললেন
এ ভাবেই আল্লাহ
যা ইচ্ছা সৃষ্টি
করেন। যখন কোন কাজ
করার জন্য ইচ্ছা
করেন তখন বলেন
যে, ‘হয়ে যাও’ অমনি তা
হয়ে যায়।
[3:48]
আর তাকে
তিনি শিখিয়ে দেবেন
কিতাব, হিকমত, তওরাত, ইঞ্জিল।
[3:49]
আর বণী
ইসরাঈলদের জন্যে
রসূল হিসেবে তাকে
মনোনীত করবেন। তিনি বললেন
নিশ্চয়ই আমি তোমাদের
নিকট তোমাদের
পালনকর্তার পক্ষ
থেকে এসেছি নিদর্শনসমূহ
নিয়ে। আমি তোমাদের
জন্য মাটির দ্বারা
পাখীর আকৃতি তৈরী
করে দেই। তারপর
তাতে যখন ফুৎকার
প্রদান করি, তখন তা
উড়ন্ত পাখীতে পরিণত
হয়ে যায় আল্লাহর
হুকুমে। আর আমি
সুস্থ করে তুলি
জন্মান্ধকে এবং
শ্বেত কুষ্ঠ রোগীকে। আর আমি জীবিত
করে দেই মৃতকে
আল্লাহর হুকুমে। আর আমি
তোমাদেরকে বলে
দেই যা তোমরা খেয়ে আস
এবং যা তোমরা
ঘরে রেখে আস। এতে প্রকৃষ্ট
নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী
হও।
[3:50]
আর এটি
পূর্ববর্তী কিতাব
সমুহকে সত্যায়ন
করে, যেমন তওরাত। আর তা
এজন্য যাতে তোমাদের
জন্য হালাল করে
দেই কোন কোন
বস্তু যা তোমাদের
জন্য হারাম ছিল। আর আমি
তোমাদের নিকট
এসেছি তোমাদের
পালনকর্তার নিদর্শনসহ। কাজেই
আল্লাহকে ভয় কর
এবং আমার অনুসরণ
কর।
[3:51]
নিশ্চয়ই
আল্লাহ আমার পালনকর্তা
এবং তোমাদেরও পালনকর্তা-তাঁর
এবাদত কর, এটাই হলো
সরল পথ।
[3:52]
অতঃপর
ঈসা (আঃ) যখন বণী
ইসরায়ীলের কুফরী
সম্পর্কে উপলব্ধি
করতে পারলেন, তখন বললেন, কারা আছে
আল্লাহর পথে আমাকে
সাহায্য করবে? সঙ্গী-সাথীরা
বললো, আমরা রয়েছি আল্লাহর
পথে সাহায্যকারী। আমরা আল্লাহর
প্রতি ঈমান এনেছি। আর তুমি
সাক্ষী থাক যে, আমরা হুকুম
কবুল করে নিয়েছি।