[67:27]
যখন তারা
সেই প্রতিশ্রুতিকে
আসন্ন দেখবে তখন
কাফেরদের মুখমন্ডল
মলিন হয়ে পড়বে
এবং বলা হবেঃ এটাই
তো তোমরা চাইতে।
[67:28]
বলুন, তোমরা
কি ভেবে দেখেছ-যদি
আল্লাহ তা’আলা আমাকে ও আমার
সংগীদেরকে ধ্বংস
করেন অথবা আমাদের
প্রতি দয়া করেন, তবে কাফেরদেরকে
কে যন্ত্রণাদায়ক
শাস্তি থেকে রক্ষা
করবে?
[67:29]
বলুন, তিনি পরম
করুণাময়, আমরা তাতে
বিশ্বাস রাখি এবং তাঁরই
উপর ভরসা করি। সত্ত্বরই
তোমরা জানতে পারবে, কে প্রকাশ্য
পথ-ভ্রষ্টতায় আছে।
[67:30]
বলুন, তোমরা
ভেবে দেখেছ কি, যদি তোমাদের
পানি ভূগর্ভের
গভীরে চলে যায়, তবে কে
তোমাদেরকে সরবরাহ
করবে পানির স্রোতধারা?
Al-Qalam
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[68:1]
নূন। শপথ কলমের
এবং সেই বিষয়ের
যা তারা লিপিবদ্ধ
করে,
[68:2]
আপনার
পালনকর্তার অনুগ্রহে
আপনি উম্মাদ নন।
[68:3]
আপনার
জন্যে অবশ্যই রয়েছে
অশেষ পুরস্কার।
[68:4]
আপনি
অবশ্যই মহান চরিত্রের
অধিকারী।
[68:5]
সত্ত্বরই
আপনি দেখে নিবেন
এবং তারাও দেখে
নিবে।
[68:6]
কে তোমাদের
মধ্যে বিকারগ্রস্ত।
[68:7]
আপনার
পালনকর্তা সম্যক
জানেন কে তাঁর
পথ থেকে বিচ্যুত হয়েছে
এবং তিনি জানেন
যারা সৎপথ প্রাপ্ত।
[68:8]
অতএব, আপনি মিথ্যারোপকারীদের
আনুগত্য করবেন
না।
[68:9]
তারা
চায় যদি আপনি নমনীয়
হন, তবে তারাও
নমনীয় হবে।
[68:10]
যে অধিক
শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার
আনুগত্য করবেন না।
[68:11]
যে পশ্চাতে
নিন্দা করে একের
কথা অপরের নিকট
লাগিয়ে ফিরে।
[68:12]
যে ভাল
কাজে বাধা দেয়, সে সীমালংঘন
করে, সে পাপিষ্ঠ,
[68:13]
কঠোর
স্বভাব, তদুপরি কুখ্যাত;
[68:14]
এ কারণে
যে, সে ধন-সম্পদ
ও সন্তান সন্ততির
অধিকারী।
[68:15]
তার কাছে
আমার আয়াত পাঠ
করা হলে সে বলে; সেকালের উপকথা।