[69:9]

ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল

[69:10]

তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিলফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন

[69:11]

যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম

[69:12]

যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে

[69:13]

যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকা

[69:14]

এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে,

[69:15]

সেদিন কেয়ামত সংঘটিত হবে

[69:16]

সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে

[69:17]

এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে

[69:18]

সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবেতোমাদের কোন কিছু গোপন থাকবে না

[69:19]

অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ

[69:20]

আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে

[69:21]

অতঃপর সে সুখী জীবন-যাপন করবে,

[69:22]

সুউচ্চ জান্নাতে

[69:23]

তার ফলসমূহ অবনমিত থাকবে

[69:24]

বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে

[69:25]

যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো

[69:26]

আমি যদি না জানতাম আমার হিসাব!

[69:27]

হায়, আমার মৃত্যুই যদি শেষ হত

[69:28]

আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না

[69:29]

আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল

[69:30]

ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও,

[69:31]

অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে

[69:32]

অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে

[69:33]

নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না

[69:34]

এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না