[69:35]
অতএব, আজকের
দিন এখানে তার
কোন সুহূদ নাই।
[69:36]
এবং কোন
খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত
পুঁজ ব্যতীত।
[69:37]
গোনাহগার
ব্যতীত কেউ এটা
খাবে না।
[69:38]
তোমরা
যা দেখ, আমি তার শপথ করছি।
[69:39]
এবং যা
তোমরা দেখ না, তার-
[69:40]
নিশ্চয়ই
এই কোরআন একজন
সম্মানিত রসূলের
আনীত।
[69:41]
এবং এটা
কোন কবির কালাম
নয়; তোমরা
কমই বিশ্বাস কর।
[69:42]
এবং এটা
কোন অতীন্দ্রিয়বাদীর
কথা নয়; তোমরা কমই অনুধাবন
কর।
[69:43]
এটা বিশ্বপালনকর্তার
কাছ থেকে অবতীর্ণ।
[69:44]
সে যদি
আমার নামে কোন
কথা রচনা করত,
[69:45]
তবে আমি
তার দক্ষিণ হস্ত
ধরে ফেলতাম,
[69:46]
অতঃপর
কেটে দিতাম তার
গ্রীবা।
[69:47]
তোমাদের
কেউ তাকে রক্ষা
করতে পারতে না।
[69:48]
এটা খোদাভীরুদের
জন্যে অবশ্যই একটি
উপদেশ।
[69:49]
আমি জানি
যে, তোমাদের
মধ্যে কেউ কেউ
মিথ্যারোপ করবে।
[69:50]
নিশ্চয়
এটা কাফেরদের জন্যে
অনুতাপের কারণ।
[69:51]
নিশ্চয়
এটা নিশ্চিত সত্য।
[69:52]
অতএব, আপনি আপনার
মহান পালনকর্তার
নামের পবিত্রতা বর্ননা
করুন।
Al-Ma‘ârij
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[70:1]
একব্যক্তি
চাইল, সেই
আযাব সংঘটিত হোক
যা অবধারিত-
[70:2]
কাফেরদের
জন্যে, যার প্রতিরোধকারী
কেউ নেই।
[70:3]
তা আসবে
আল্লাহ তা’আলার পক্ষ
থেকে, যিনি
সমুন্নত মর্তবার
অধিকারী।
[70:4]
ফেরেশতাগণ
এবং রূহ আল্লাহ
তা’আলার দিকে
উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ
পঞ্চাশ হাজার বছর।
[70:5]
অতএব, আপনি উত্তম
সবর করুন।
[70:6]
তারা
এই আযাবকে সুদূরপরাহত
মনে করে,
[70:7]
আর আমি
একে আসন্ন দেখছি।
[70:8]
সেদিন
আকাশ হবে গলিত
তামার মত।
[70:9]
এবং পর্বতসমূহ
হবে রঙ্গীন পশমের
মত,
[70:10]
বন্ধু
বন্ধুর খবর নিবে
না।