[70:11]

যদিও একে অপরকে দেখতে পাবেসেদিন গোনাহগার ব্যক্তি পনস্বরূপ দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে,

[70:12]

তার স্ত্রীকে, তার ভ্রাতাকে,

[70:13]

তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত

[70:14]

এবং পৃথিবীর সবকিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে

[70:15]

কখনই নয়নিশ্চয় এটা লেলিহান অগ্নি

[70:16]

যা চামড়া তুলে দিবে

[70:17]

সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল

[70:18]

সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতঃপর আগলিয়ে রেখেছিল

[70:19]

মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে

[70:20]

যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে

[70:21]

আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়

[70:22]

তবে তারা স্বতন্ত্র, যারা নামায আদায় কারী

[70:23]

যারা তাদের নামাযে সার্বক্ষণিক কায়েম থাকে

[70:24]

এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে

[70:25]

যাঞ্ছাকারী ও বঞ্চিতের

[70:26]

এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে

[70:27]

এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত-কম্পিত

[70:28]

নিশ্চয় তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না

[70:29]

এবং যারা তাদের যৌন-অঙ্গকে সংযত রাখে

[70:30]

কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভূক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না

[70:31]

অতএব, যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালংঘনকারী

[70:32]

এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে

[70:33]

এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল-নিষ্ঠাবান

[70:34]

এবং যারা তাদের নামাযে যত্নবান,

[70:35]

তারাই জান্নাতে সম্মানিত হবে

[70:36]

অতএব, কাফেরদের কি হল যে, তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে

[70:37]

ডান ও বামদিক থেকে দলে দলে

[70:38]

তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে?

[70:39]

কখনই নয়, আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারা জানে