Al-Jinn
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
[72:1]
বলুনঃ
আমার প্রতি ওহী
নাযিল করা হয়েছে
যে, জিনদের একটি দল
কোরআন শ্রবণ করেছে, অতঃপর
তারা বলেছেঃ আমরা
বিস্ময়কর কোরআন
শ্রবণ করেছি;
[72:2]
যা সৎপথ
প্রদর্শন করে। ফলে আমরা
তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনও
আমাদের পালনকর্তার
সাথে কাউকে শরীক
করব না।
[72:3]
এবং আরও
বিশ্বাস করি যে, আমাদের
পালনকর্তার মহান মর্যাদা
সবার উর্ধ্বে। তিনি কোন
পত্নী গ্রহণ করেননি
এবং তাঁর কোন
সন্তান নেই।
[72:4]
আমাদের
মধ্যে নির্বোধেরা
আল্লাহ তা’আলা সম্পর্কে বাড়াবাড়ির
কথাবার্তা বলত।
[72:5]
অথচ আমরা
মনে করতাম, মানুষ
ও জিন কখনও আল্লাহ
তা’আলা সম্পর্কে
মিথ্যা বলতে পারে
না।
[72:6]
অনেক
মানুষ অনেক জিনের
আশ্রয় নিত, ফলে তারা
জিনদের আত্নম্ভরিতা
বাড়িয়ে দিত।
[72:7]
তারা
ধারণা করত, যেমন তোমরা
মানবেরা ধারণা
কর যে, মৃত্যুর
পর আল্লাহ তা’আলা কখনও
কাউকে পুনরুত্থিত
করবেন না।
[72:8]
আমরা
আকাশ পর্যবেক্ষণ
করছি, অতঃপর
দেখতে পেয়েছি যে, কঠোর
প্রহরী ও উল্কাপিন্ড
দ্বারা আকাশ পরিপূর্ণ।
[72:9]
আমরা
আকাশের বিভিন্ন
ঘাঁটিতে সংবাদ
শ্রবণার্থে বসতাম। এখন কেউ
সংবাদ শুনতে চাইলে
সে জলন্ত উল্কাপিন্ড
ওঁৎ পেতে থাকতে
দেখে।
[72:10]
আমরা
জানি না পৃথিবীবাসীদের
অমঙ্গল সাধন করা
অভীষ্ট, না তাদের পালনকর্তা
তাদের মঙ্গল সাধন
করার ইচ্ছা রাখেন।
[72:11]
আমাদের
কেউ কেউ সৎকর্মপরায়ণ
এবং কেউ কেউ এরূপ
নয়। আমরা ছিলাম
বিভিন্ন পথে বিভক্ত।
[72:12]
আমরা
বুঝতে পেরেছি যে, আমরা পৃথিবীতে
আল্লাহ তা’আলাকে পরাস্ত
করতে পারব না এবং
পলায়ন করেও তাকে
অপারক করত পরব
না।
[72:13]
আমরা
যখন সুপথের নির্দেশ
শুনলাম, তখন তাতে বিশ্বাস স্থাপন
করলাম। অতএব, যে তার
পালনকর্তার প্রতি
বিশ্বাস করে, সে লোকসান
ও জোর-জবরের আশংকা
করে না।