[72:14]

আমাদের কিছুসংখ্যক আজ্ঞাবহ এবং কিছুসংখ্যক অন্যায়কারীযারা আজ্ঞাবহ হয়, তারা সৎপথ বেছে নিয়েছে

[72:15]

আর যারা অন্যায়কারী, তারা তো জাহান্নামের ইন্ধন

[72:16]

আর এই প্রত্যাদেশ করা হয়েছে যে, তারা যদি সত্যপথে কায়েম থাকত, তবে আমি তাদেরকে প্রচুর পানি বর্ষণে সিক্ত করতাম

[72:17]

যাতে এ ব্যাপারে তাদেরকে পরীক্ষা করিপক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে উদীয়মান আযাবে পরিচালিত করবেন

[72:18]

এবং এই ওহীও করা হয়েছে যে, মসজিদসমূহ আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্যঅতএব, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে ডেকো না

[72:19]

আর যখন আল্লাহ তাআলার বান্দা তাঁকে ডাকার জন্যে দন্ডায়মান হল, তখন অনেক জিন তার কাছে ভিড় জমাল

[72:20]

বলুনঃ আমি তো আমার পালনকর্তাকেই ডাকি এবং তাঁর সাথে কাউকে শরীক করি না

[72:21]

বলুনঃ আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুপথে আনয়ন করার মালিক নই

[72:22]

বলুনঃ আল্লাহ তাআলার কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোন আশ্রয়স্থল পাব না

[72:23]

কিন্তু আল্লাহ তাআলার বাণী পৌছানো ও তাঁর পয়গাম প্রচার করাই আমার কাজযে আল্লাহ ও তাঁর রসূলকে অমান্য করে, তার জন্যে রয়েছে জাহান্নামের অগ্নিতথায় তারা চিরকাল থাকবে

[72:24]

এমনকি যখন তারা প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে, তখন তারা জানতে পারবে, কার সাহায্যকারী দূর্বল এবং কার সংখ্যা কম

[72:25]

বলুনঃ আমি জানি না তোমাদের প্রতিশ্রুত বিষয় আসন্ন না আমার পালনকর্তা এর জন্যে কোন মেয়াদ স্থির করে রেখেছেন

[72:26]

তিনি অদৃশ্যের জ্ঞানীপরন্ত তিনি অদৃশ্য বিষয় কারও কাছে প্রকাশ করেন না

[72:27]

তাঁর মনোনীত রসূল ব্যতীততখন তিনি তার অগ্রে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন

[72:28]

যাতে আল্লাহ তাআলা জেনে নেন যে, রসূলগণ তাঁদের পালনকর্তার পয়গাম পৌছিয়েছেন কি নারসূলগণের কাছে যা আছে, তা তাঁর জ্ঞান-গোচর তিনি সবকিছুর সংখ্যার হিসাব রাখেন